বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে প্রতিটি গ্রহেরই নিজের নিজের অবস্থান অনুযায়ী বহু রাশির জাতক জাতিকাদের জীবনে নানান প্রভাব পড়ে। বুধদেব হলেন বাণী, সঞ্চার, ব্যবসা, বৃদ্ধি, অর্থব্যবস্থার কারক। আর সেই বুধদেব পাল্টাতে চলেছেন রাশি। তারফলে একাধিক রাশির জাতক জাতিকারা লাভের মুখ দেখতে চলেছেন। মে মাসেই রয়েছে বুধের গোচর। বুধ, মে মাসের শুরুর দিকেই যাবেন মেষ রাশিতে। তারফলে একাধিক রাশির জাতক জাকতিকারা লাভ পাবেন। দেখা যাক লাকি কারা।
মিথুন
আপনাদের জন্য বুধের গোচর ইতিবাচক হতে পারে। বুধগ্রহ আপনার রাশির একাদশতম স্থানে থাকতে চলেছেন। এই সময় আপনার রোজগার হু হু করে বাড়বে। রোজগারের নতুন নতুন সোর্স তৈরি হতে পারে। কর্মক্ষেত্রে উন্নতির রাস্তা চওড়া হতে পারে। বেতন বৃদ্ধি আর বড় পদ পেতে পারেন। কেরিয়ারে অপ্রত্যাশিত উন্নতির যোগ তৈরি হতে পারে। সন্তানের সঙ্গে জড়িত কোনও সুখবর পেতে পারেন।
সিংহ
এই রাশি পরিবর্তন আপনা গোচর কুণ্ডলীর নবম স্থানে রয়েছে। এই সময় আপনি পাবেন ভাগ্যের সহায়তা। আয়ের বৃদ্ধি হতে পারে। কোনও বড় পরিকল্পনায় লগ্নি করতে পারেন। কোথাও ব্যবসা সূত্রে বা কাজের সূত্রে যেতে পারেন। এই সময় কোনও ধার্মিক বা মাঙ্গলিক কাজ করতে পারেন। বিদ্যার্থী আর প্রতিযোগিতামূলক পরীক্ষায় যাঁরা অংশ নিতে চান, তাঁর পেতে পারেন সাফল্যের দেখা। এই সময়টি জাতক জাতিকার জন্য সব দিক থেকে অনুকূল।
তুলা
এই গোচর আপনার রাশির জীবনসঙ্গী বা পার্টনারের সঙ্গে জড়িত। কোনও অংশীদারির কাজ এই সময় ভালো হতে পারে। পরিবারের পরিস্থিতি ভালো থাকবে। সুখ শান্তিতে ভরা থাকবে। পরিবারের সদস্যদের মধ্যে সময় ভালো যাবে। সদস্যদের মধ্যে ভালো সম্পর্ক থাকবে। আপনার সম্পর্কগুলি আগের থেকে ভালোর দিকে যাবে। কেরিয়ারে হবে অপ্রত্যাশিত উন্নতি।
(এই প্রতিবেদনের তথ্য মান্যতা নির্ভর। এর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা।)