২০১৪ সালে মুক্তি পেয়েছিল ‘মর্দানি’। ২০১৯ সালে দ্বিতীয় পর্ব মুক্তি পেয়েছিল। এই দুটি সিনেমারই প্রধান আকর্ষণ ছিলেন রানি মুখোপাধ্যায়। সিনিয়র ইন্সপেক্টর শিবানি শিবাজি রায়ের চরিত্রে অসাধারণ অভিনয় করেছিলেন তিনি। এবার বড় পর্দায় আসতে চলেছে ‘মর্দানি ৩’, যেখানে আবার পুরনো অবতারে ফিরে আসবেন রানি।
সোমবার YRF ইনস্টাগ্রামে ‘মর্দানি ৩’ সিনেমার ফার্স্ট লুক প্রকাশ্যে এনেছে। যে ছবিটি পোস্ট করা হয়েছে সেখানে দেখা যাচ্ছে, অভিনেত্রী পরে রয়েছেন একটি কালো রঙের শার্ট, নীল রঙের ডেনিম এবং কালো রঙের বুট। বন্দুক হাতে ক্যামেরার দিকে তাকিয়ে রয়েছেন তিনি। ক্যামেরার ওপারে যে দাগী আসামি রয়েছে, সেটা আর বলার অপেক্ষা রাখে না।
আরও পড়ুন: 'অপরিণত সমাজে আমরা...', ফুলে বিতর্কে অবশেষে মুখ খুললেন পরিচালক অনন্ত মহাদেবন
আরও পড়ুন: কাকু-কাকিমার সঙ্গে ইস্টার উদযাপন মালতীর, ছবি শেয়ার করে কী লিখলেন প্রিয়াঙ্কা?
তবে শুধু ছবির ফার্স্ট লুক প্রকাশে আনা হয়েছে তা নয়, মুক্তির তারিখও ঘোষণা করা হয়েছে। আগামী ২০২৬ সালের ২৭ ফেব্রুয়ারি মুক্তি পাবে এই সিনেমা। ছবির ফার্স্ট লুক পোস্ট করে ক্যাপশনে লেখা হয়েছে, ‘কাউন্ট ডাউন শুরু হয়ে গেছে। হোলিতে শত্রুদের দমন করতে বড় পর্দায় আসছে শিবানী শিবাজি রায়।’
‘মর্দানি ৩’ সিনেমার ফার্স্ট লুক প্রকাশ্যে আসতেই ভীষণ খুশি দর্শকরা। মর্দানি ফ্র্যাঞ্চাইজি রণবীর কাপুর বা সলমন খানের যে কোনও ফ্র্যাঞ্চাইজির থেকে অনেক ভাল বলে দাবি করেছেন দর্শকরা। রানিকে আবার পুরনো অবতারে দেখতে পাওয়ার আনন্দে অধীর আগ্রহে দিন গুণবেন দর্শকরা, সেটাও জানাতে ভোলেননি তাঁরা।
একজন কমেন্ট করে লিখেছেন, ‘দুর্দান্ত! রানি আবার ফিরে আসছেন।’ অন্য একজন মন্তব্য করে লিখেছেন, ‘এই সিনেমা যে কোনও সিনেমার থেকে ঢের ভালো।’ তৃতীয় একজন লিখেছেন, ‘একজন নারী চরিত্রই এই সিনেমাটিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট।’ চতুর্থজন কমেন্ট করে লিখেছেন, ‘এবার নায়ক আর খলনায়কের চরিত্রে কে থাকবেন?’
আরও পড়ুন: 'রাত জেগে সৃজিতের...', ‘সত্যি বলে সত্যি কিছু নেই’ দেখে কী লিখলেন তসলিমার?
আরও পড়ুন: ‘কিং’ সিনেমায় নতুন চমক! শাহরুখের সঙ্গে জুটি বাঁধছেন আরশাদ?
প্রসঙ্গত, সিনেমাটি পরিচালনা করেছেন অভিরাজ মিনাওয়ালা। চিত্রনাট্য লিখেছেন আয়ুষ গুপ্ত। প্রযোজনা করেছেন আদিত্য চোপড়া। রানি ছাড়া আর কে রয়েছেন সিনেমায়, তা এখনও জানানো হয়নি। ছবির গল্পও প্রকাশ্যে আনা হয়নি এখনও।