ফের চর্চায় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। সম্প্রতি একটি ইনস্টাগ্রাম পোস্টে ‘লাইক’ দিয়ে সোশ্যাল মিডিয়ায় আলোড়ন সৃষ্টি করেছেন এই দক্ষিণী অভিনেত্রী। যে পোস্টে লেখা হয়েছে, ‘পুরুষরা কীভাবে তাঁদের অসুস্থ সঙ্গিণীদের ছেড়ে চলে যায়’। সেই পোস্টে পুরুষদের সম্পর্ক ছেড়ে বের হয়ে যাওয়ার বিষয়ে আলোচনা করা হয়েছে। যাতে ‘লাইক’ করেছেন প্রায় ৬০ হাজার মানুষ। তবে চর্চায় উঠে এসেছে সামান্থার ‘লাইক’।
সামান্থার ইনস্টা পোস্ট 'লাইক'
Successverse নামক একটি ইনস্টাগ্রাম পেজ সম্প্রতি Diary Of A CEO নামক ইউটিউব চ্যানেলের একটি ভিডিওর অংশ শেয়ার করা হয়েছে। যে পোস্টের শিরোনাম ছিল: 'Why Men Leave Sick Partners: The Cold Truth Behind Relationship Abandonment' (কেন পুরুষরা অসুস্থ সঙ্গিনীদের ছেড়ে যায়: সম্পর্ক ত্যাগের পিছনে এটা একটা তিক্ত সত্যি)।
সেই পোস্টে ‘চমকপ্রদ পরিসংখ্যান’ নিয়ে আলোচনা করা হয়েছে যে, ‘যদি কোনও নারী মারাত্মকভাবে অসুস্থ হন, তাহলে পুরুষের তাঁদের সেই সঙ্গিনীকে ছেড়ে যাওয়ার সম্ভাবনা ৬২৪% বেশি, অন্যদিকে নারীরা অধিকাংশ ক্ষেত্রে তাঁদের অসুস্থ স্বামীর যত্ন নেন’। দুইজন বিশেষজ্ঞ এরপর এই আচরণের পিছনে কারণগুলি নিয়ে আলোচনা করেছেন। যেখানে নারী-পুরুষ দুই লিঙ্গের ভূমিকা, সামাজিক শর্ত, পরিস্থিতি সহ আরও অনেক কিছু নিয়ে আলোচনা করা হয়েছে।
আরও পড়ুন-সোহেল তাঁর সঙ্গে প্রতরণা করেছেন? ডিভোর্স নিয়ে কথায় সেই ইঙ্গিতই কি দিলেন সীমা সচদেব?
এই ইনস্টাগ্রাম পোস্টটি দুই সপ্তাহ ধরে ৬০ হাজারের বেশি মানুষ দেখেছেন। যার মধ্যে রয়েছেন সমান্থা রুথ প্রভুও। অভিনেত্রী কোনও মন্তব্য করেননি বা নিজের প্রোফাইলে বা স্টোরিতে পোস্টটি শেয়ারও করেননি, তবে তিনি এটা ‘লাইক’ করেছেন।

সামন্থার অসুস্থতার লড়াই
প্রসঙ্গত ২০২২ সালে সামান্থা জানিয়েছিলেন যে তিনি মায়োসাইটিস নামক একটি অটোইমিউন রোগে আক্রান্ত। মায়োসাইটিস হল এমন একটি শরীরিক সমস্যা যেখানে পেশী দুর্বলতা, ব্যথা এবং ক্লান্তি সৃষ্টি হয়। অভিনেত্রী বলেছেন যে এই রোগের কারণে তাঁর স্বাভাবিকভাবে কাজ করা কঠিন হয়ে পড়েছে।
তেলুগু অভিনেতা নাগা চৈতন্যের সঙ্গে বিবাহবিচ্ছেদের এক বছর পর তিনি নিজের এই অসুস্থতার কথা জানিয়েছিলেন। তবে তাঁর মায়োসাইটিসে আক্রান্ত হওয়াই কি নাগার সঙ্গে বিচ্ছেদের কারণ? সেবিষয়ে অবশ্য কোনও মন্তব্য করেননি সামান্থা।
২০০৫ সালে একে অপরের সঙ্গে প্রেক করতে শুরু করেছিলেন সামান্থা রুথ প্রভু ও নাগা চৈতন্য। এরপর ২০১৭ সালে তাঁদের বিয়ে হয়। তবে ২০২০ সালে সামন্থা তাঁর সোশ্যাল মিডিয়া থেকে আক্কিনেনি (Akkineni) পদবী সরিয়ে নেওয়ার পরই বিচ্ছেদের গুঞ্জন শুরু হয়। এর ঠিক পরের বছর, এই দম্পতি আনুষ্ঠানিকভাবে ডিভোর্সের কথা ঘোষণা করেন।