RG কর নিয়ে আন্দোলনে নামতে নাকি টাকা নিয়েছিলেন টলিপাড়ার বহু তারকা। সম্প্রতি এমনই মন্তব্য করে ফের বিতর্কে তৈরি করেছেন পরিচালক অরিন্দম শীল। আর পরিচালকের এমন মন্তব্যে তাঁকে পাল্টা তুলোধনা করেছেন স্বস্তিকা, দেবলীনারা। আর এবার অরিন্দম শীলের মন্তব্য নিয়ে পাল্টা তোপ দাগলেন অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী।
সোশ্য়াল মিডিয়ায় লেখা খোলা চিঠিতে সরাসরি পরিচালককে আক্রমণ করেছেন সুদীপ্তা। জানতে চেয়েছেন ঠিক কারা টাকা নিয়ে আন্দোলনে গিয়েছিলেন এমন শিল্পীদের নাম। ঠিক কী লিখেছেন সুদীপ্তা চক্রবর্তী?
সুদীপ্তা লেখেন, 'শ্রদ্ধেয় Arindam Sil দা, আমি টালিগঞ্জেই কাজ করি। এই মুহূর্তে টালিগঞ্জের একটি স্টুডিওর সাজঘরে বসে লিখছি। আমি এই অঞ্চলে কান পেতে এরকম কিছু শুনতে পাইনি আজ অবধি। হয়ত সঠিক লোকজনদের সঙ্গে আলাপ পরিচয় নেই, তাই।
সে যাই হোক, আমিও টালিগঞ্জের শিল্পী, আমিও মহিলা এবং ওই আন্দোলনে আমিও রাস্তায় হেঁটেছি। আমার কাছে ব্যাপারটা অত্যন্ত অপমানজনক লাগছে। খুব অস্বস্তি হচ্ছে।
এই অভিযোগ যেহেতু তুমি করেছো, সেহেতু সেইসব মহিলা শিল্পীর নাম প্রকাশ্যে জানানোর দাবি রাখছি। নতুবা এই অভিযোগ এই সংবাদমাধ্যমের মাধ্যমেই প্রত্যাহার করতে অনুরোধ জানাচ্ছি।'

প্রসঙ্গত, পরিচালক অরিন্দম শীল সম্প্রতি এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, ‘এত বড় মুভমেন্ট, যেখানে যাওয়ার জন্য় কেউ কেউ ফোন নিয়েছেন, কেউ অ্যাপিয়ারেন্স ফি নিয়েছেন। সেই সব গোপন কথা তাঁদের বন্ধুরাই বলে বেড়াচ্ছেন’।
ইতিমধ্যেই পরিচালকের এহেন মন্তব্য তাঁকে তুলোধনা করতে ছাড়েননি স্বস্তিকা মুখোপাধ্যায়। নিউজ 18কে দেওয়া সাক্ষাৎকারে স্বস্তিকা বলেন, ‘আমি ওনার কোনও মন্তব্য নিয়ে কোনও কিছু বলতে চাই না।’ ফের বলেন, ‘ওনার, ওনারও শব্দটাও বলতে চাই না আসলে। অরিন্দম শীলের বিষয়ে এতজন মহিলা এগিয়ে এসেছেন, তাঁরা কোনও না কোনও সময় হেনস্থার মুখে পড়েছেন। তাঁদের কাছে সুযোগ নেওয়া হয়েছে। আইনিভাবে কী হয়েছে, বা কী হবে, সেটা যাই হোক না কেন, ওই মহিলাগুলোর কথা তো আর মিথ্যে নয়। তাঁরা পাবলিক ফোরামে অভিযোগ জানিয়েছেন, থানায় কিংবা আর্টিস্ট ফোরামে। তাঁদের আমরা সকলেই চিনি, তাঁরা নিয়মিত কাজ করছেন। আর অরিন্দম শীলের সম্পর্কে ভালো কথা বলতে আমি কোনওদিনও কাউকে শুনিনি।’
স্বস্তিকা আরও বলেন, 'এমন অনেক ঘটনা আছে, যেখানে উনি লোককে কাজ করিয়ে পয়সা দেননি। তাই ওটা নিয়ে উনি কি মনে করছেন না করছেন, সেটা নিয়ে আমার বা আর কারোরই গ্রাহ্য করার প্রয়োজন আছে বলে মনে হয় না। উনি কার থেকে কী ফায়দা নিয়েছে, সেটা ওনার হিসেব করা উচিত। তারপর ডাক্তারি মোমেন্টে কে কী করেছেন সেটা ভাবা যাবে।’
একইভাবে অরিন্দম শীলকে তোপ দেগেছেন অভিনেত্রী দেবলীনা দত্তও। তিনি বলেন, ‘মন প্রাণ দিয়ে আন্দোলনে ছিলাম, তাতে কারোর যদি মনে হয় স্বার্থ আছে। তাহলে তো এটাও হতে পারে, আমাদের দিকে আঙুল তোলার পিছনেও তাঁর স্বার্থ আছে।’