কলকাতা পুরসভার তরফে স্পষ্ট নির্দেশ রয়েছে রাস্তা বা ফুটপাথ দখল করে স্টল বসানো যাবে না। তারপরেও রাস্তা দখল করে কিছু হকার স্টল বসাচ্ছেন। বিশেষ করে নিউ মার্কেটে হকারদের মধ্যে এই প্রবণতা চোখে পড়ছে। এই অবস্থায় রাস্তা বা ফুটপাথ দখলমুক্ত করতে অভিযানে নামতে চলেছে কলকাতা পুরসভা।
আরও পড়ুন: কলকাতায় ঘাটশ্রমিকরাই এবার 'রিভার অ্যাম্বাস্যাডার', বাঁচবে মানুষের প্রাণ
পুরসভা সূত্রে জানা যাচ্ছে, ২০১৮ সালের স্ট্রিট ভেন্ডিং নিয়ম অনুযায়ী, হকাররা রাস্তায় বা ফুটপাথ দখল করে স্টল দিতে পারবেন না। নিয়ম অনুযায়ী, হকাররা ফুটপাতের এক-তৃতীয়াংশের মধ্যে স্টল বসাতে পারবেন। বাকি দুই তৃতীয়াংশ পথচারীদের জন্য ফাঁকা রাখতে হবে। তবে নিউ মার্কেটে এই নিয়ম মানা হচ্ছে না বলে অভিযোগ উঠেছে। অভিযোগ, হকাররা ফুটপাথ দখল করার ফলে হাঁটতে সমস্যা হচ্ছে পথচারীদের। জানা যাচ্ছে, নিউ মার্কেট এলাকার বার্ট্রাম স্ট্রিট, লিন্ডসে স্ট্রিট এবং হুমায়ুন প্লেসে ফুটপাথে হকাররা স্টল বসাচ্ছেন। রাস্তা দিয়ে হেঁটে গেলেই দেখা যায় যে বার্ট্রাম স্ট্রিট এবং হুমায়ুন প্লেসে ফুটপাথ দখল করে রয়েছে হকাররা। হুমায়ুন প্লেসে ফুটপাথে এবং রাস্তায় কিছু হকার রয়েছে। বার্ট্রাম স্ট্রিটেও কিছু স্টল রয়েছে। এমনকী গাড়ি পার্কিংয়ের জন্য পার্কিং জোনেও হকাররা দখল করে স্টল বসাচ্ছেন বলে অভিযোগ। ফলে গাড়ি পার্কিংয়ে সমস্যা হচ্ছে। এমনকী কিছু হকার নিউ মার্কেটের গেটও দখল করে বসছেন।
একজন ব্যবসায়ীর কথায়, এরফলে স্থায়ী ব্যবসায়ীদের ব্যবসা ক্ষতিগ্রস্ত হচ্ছে। এবিষয়ে কলকাতা পুরসভার মেয়র পারিষদ দেবাশিস কুমার বলেন, রাস্তা থেকে সমস্ত হকার সরানোর জন্য দ্রুত একটি অভিযান চালানো হবে। তিনি বলেন, ফুটপাথ এবং রাস্তা দখল করে থাকা সমস্ত স্টল সরানো হবে। এই ধরণের অভিযান থামানো যাবে না। নিয়মিত বিরতিতে অভিযান চালানো হবে।
এবিষয়ে দেবাশিস কুমার আরও জানান, যেসব হকার রাস্তায় স্টল স্থাপন করেছেন সরানোর পর নতুন করে টাউন ভেন্ডিং কমিটি জায়গা বরাদ্দ না করা পর্যন্ত অপেক্ষা করতে হবে তাঁদের। সেটা নিউ মার্কেট থেকে দূরে হতে পারে। কিন্তু, কোনওভাবেই তাঁরা রাস্তায় বসতে পারবেন না।