অভিষেক নায়ার আসার ফলে কি বদলে যাবে কলকাতা নাইট রাইডার্সের ব্যর্থতার ছবি? এমনটাই মনে করছেন দলের অনেকেই। ইডেনে গুজরাটের বিরুদ্ধে নামার আগে তেমনই ইঙ্গিত দিলেন কেকেআর-এর স্পিন বোলিং কোচ কার্ল ক্রো। তিনি জানান অভিষেক নায়ার হলেন কোচিং স্টাফেদের মধ্যে একজন খুব জনপ্রিয় একজন সদস্য। বর্ষীয়ান অভিষেক নায়ারের ফ্র্যাঞ্চাইজিতে ফিরে আসা যে দলের জন্য ভালো সেটা মেনে নিয়েছেন কার্ল ক্রো।
পঞ্জাব কিংসের (PBKS) বিরুদ্ধে ১৬ রানে হারের পর ঘুরে দাঁড়াতে মরিয়া কলকাতা নাইট রাইডার্স (KKR)। এমন সময় দলের কোচিং সেটআপে অভিষেক নায়ারের ফেরার প্রসঙ্গে কথা বলেন স্পিন বোলিং কোচ কার্ল ক্রো। তিনি বলেন, ‘অভিষেক দারুণভাবে খেলাটির ব্যাখ্যা করে এবং খেলোয়াড়দের সঙ্গে তার অসাধারণ সম্পর্ক রয়েছে।’
এই মুহূর্তে আইপিএল ২০২৫-এ কেকেআর পয়েন্ট টেবিলের ষষ্ঠ স্থানে রয়েছে। তারা এখন পর্যন্ত ৭টি ম্যাচে ৩টিতে জয় এবং ৪টিতে পরাজয় পেয়েছে। গত ম্যাচে পঞ্জাব কিংসের বিরুদ্ধে মাত্র ৯৫ রানে অলআউট হয়ে ১১২ রানের লক্ষ্য তাড়া করতে ব্যর্থ হয় কেকেআর। সোমবার কলকাতার ইডেন গার্ডেন্সে টেবিল টপার গুজরাট টাইটান্সের (GT) বিরুদ্ধে মুখোমুখি হতে তৈরি কেকেআর।
আরও পড়ুন … প্রাণ হাতে নিয়ে বাংলাদেশ ছেড়েছিলাম, ভয়ঙ্কর ঘটনা ফাঁস প্রাক্তন কোচের
২০২৪ সালের শিরোপাজয়ী কেকেআর স্কোয়াডের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন অভিষেক নায়ার। পরে তিনি ভারতীয় জাতীয় দলের সহকারী কোচ হিসেবে দায়িত্ব নেন। সেখান থেকে অব্যাহতি পেয়ে আবার কেকেআরে ফিরে এসেছেন।
এই প্রসঙ্গে কার্ল ক্রো বলেন, ‘অভিষেক অনেকদিন ধরেই কেকেআরের সঙ্গে যুক্ত। তিনি কোচিং স্টাফের একজন জনপ্রিয় সদস্য এবং খেলোয়াড়রা তার অবদানকে খুবই সম্মান করে। আমরা গত বছর চ্যাম্পিয়ন হয়েছিলাম, আর সেই দলের গুরুত্বপূর্ণ অংশ ছিলেন অভিষেক।’
আরও পড়ুন … রোহিত-বিরাটরা A+ ক্যাটাগরিতে, ফিরলেন ইশান-শ্রেয়স! ক্রিকেটারদের বার্ষিক চুক্তির তালিকা ঘোষণা করল BCCI
তিনি আরও বলেন, ‘অভিষেক খেলাটা নিয়ে চমৎকারভাবে কথা বলে, খেলোয়াড়দের সঙ্গে তার অসাধারণ সংযোগ রয়েছে। আমরা তাকে আবার কেকেআরে পেয়ে দারুণ খুশি এবং এটা আমাদের জন্য অনেক বড় সুবিধা। এটা দলের জন্য একটা ইতিবাচক দিক।’
সোমবারের ম্যাচ নিয়ে আগাম প্রতিক্রিয়ায় কেকেআরের স্পিন বোলিং কোচ বলেন, ‘জয় বা পরাজয়ে খুব বেশি উত্তেজিত বা হতাশ না হওয়াটাই গুরুত্বপূর্ণ। পঞ্জাবের বিরুদ্ধে ম্যাচে আমরা দারুণ বোলিং করেছিলাম এবং তাদের মাত্র ১১২ রানে আটকে রেখেছিলাম। আমাদের ইনিংসের অর্ধেক পর্যন্তও আমরা ভালো অবস্থায় ছিলাম। তাই ধারাবাহিক থাকা এবং ইতিবাচক মানসিকতা বজায় রাখাটাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ।’
আরও পড়ুন … ইডেনে হর্ষ ভোগলে ও সাইমন ডুলকে নো-এন্ট্রি! পিচ বিতর্কে নতুন মোড়, BCCI-কে CAB-র চিঠি
ইডেন গার্ডেন্সে স্পিন বোলিংয়ের ভূমিকা নিয়ে ক্রো বলেন, ‘স্পিন সবসময়ই ইডেন গার্ডেন্সে বড় ভূমিকা রাখে, এবারও রাখবে। আমরা আমাদের স্পিনারদের নিয়ে সন্তুষ্ট। তারা দারুণ পরিশ্রম করছে — সেটা তাদের ইকোনমি রেট, স্ট্রাইক রেট ও উইকেট সংখ্যা দেখলেই বোঝা যায়।’
তিনি আরও যোগ করেন, ‘তারা ধারাবাহিকভাবে ভালো পারফর্ম করছে এবং আমাদের দলের খুব গুরুত্বপূর্ণ অংশ। তারা ম্যাচের বিভিন্ন পর্যায়ে বল করেছে, আর অধিনায়কও তাদের সঠিকভাবে ব্যবহার করেছে এই টুর্নামেন্টে।’