BCCI announces annual player retainership 2024-25: BCCI-র শীর্ষ স্তরের চুক্তিতে কোনও পরিবর্তন হয়নি। রোহিত শর্মা, বিরাট কোহলি, জসপ্রীত বুমরাহ এবং রবীন্দ্র জাদেজা আগের মতোই A+ ক্যাটাগরিতে রয়েছেন। শ্রেয়স আইয়ার গতবার বাদ পড়লেও এবার আবার B গ্রেডে ফিরেছেন। এই বার্ষিক প্লেয়ার কন্ট্র্যাক্ট ১ অক্টোবর ২০২৪ থেকে ৩০ সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত কার্যকর থাকবে। নীচে বিস্তারিত দেওয়া হল।
১. BCCI-র কেন্দ্রীয় চুক্তির শীর্ষ স্তরের খেলোয়াড় কারা?
A+ ক্যাটাগরিতে রয়েছেন: রোহিত শর্মা, বিরাট কোহলি, জসপ্রীত বুমরাহ, রবীন্দ্র জাদেজা
২. পুরো চুক্তির তালিকা:
A+ গ্রেড:
রোহিত শর্মা, বিরাট কোহলি, জসপ্রীত বুমরাহ, রবীন্দ্র জাদেজা
A গ্রেড:
মহম্মদ সিরাজ, কে এল রাহুল, শুভমন গিল, হার্দিক পান্ডিয়া, মহম্মদ শামি, ঋষভ পন্ত
B গ্রেড:
সূর্যকুমার যাদব, কুলদীপ যাদব, অক্ষর প্যাটেল, যশস্বী জসওয়াল, শ্রেয়স আইয়ার
C গ্রেড:
রিঙ্কু সিং, তিলক বর্মা, রুতুরাজ গায়কোয়াড়, শিবম দুবে, রবি বিষ্ণোই, ওয়াশিংটন সুন্দর, মুকেশ কুমার, সঞ্জু স্যামসন, আর্শদীপ সিং, প্রসিদ্ধ কৃষ্ণা, রজত পতিদার, ধ্রুব জুরেল, সরফরাজ খান, নীতীশ কুমার রেড্ডি, ইশান কিষান, অভিষেক শর্মা, আকাশ দীপ, বরুণ চক্রবর্তী, হর্ষিত রানা
আরও পড়ুন … ইডেনে হর্ষ ভোগলে ও সাইমন ডুলকে নো-এন্ট্রি! পিচ বিতর্কে নতুন মোড়, BCCI-কে CAB-র চিঠি
৩. শ্রেয়স আইয়ার ও ইশান কিষানকে কেন বাদ দেওয়া হয়েছিল আগের তালিকা থেকে?
শ্রেয়স আইয়ার ঘরোয়া ক্রিকেট এড়িয়ে যাওয়ায় বাদ পড়েছিলেন। এবার তিনি B গ্রেডে ফিরেছেন। ইশান কিষান আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিরতি নেওয়ার পর রঞ্জি ট্রফিতে অংশ নেননি, ফলে তিনি এখন C গ্রেডে রয়েছেন।
৪. ২০২৫ সালের চুক্তিতে নতুন কী?
চ্যাম্পিয়নস ট্রফিতে দুর্দান্ত পারফরম্যান্সের পর বরুণ চক্রবর্তী কেন্দ্রীয় চুক্তিতে জায়গা পেয়েছেন।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ায় রবিচন্দ্রন অশ্বিন এবার তালিকায় নেই।
আরও পড়ুন … গিলের GT-র বিরুদ্ধে হারলে কি KKR-এর IPL 2025 Playoff-এর রাস্তা বন্ধ হয়ে যাবে?
৫. চুক্তির ক্যাটাগরি ও বেতন:
Grade A+ – ৭ কোটি
Grade A – ৫ কোটি
Grade B – ৩ কোটি
Grade C – ১ কোটি
আরও পড়ুন … ধোনি কি আম্পায়ারের সিদ্ধান্তে খুশি ছিলেন না? ম্যাচ শেষে কেন এমনটা করলেন মাহি? দেখুন ভিডিয়ো
৬. কীভাবে একজন খেলোয়াড় চুক্তির জন্য যোগ্য হবেন?
যে কোনও একটি শর্ত পূরণ করতে হবে:
কমপক্ষে ৩টি টেস্ট, অথবা
৮টি ওয়ানডে, অথবা
১০টি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে হবে বছরে।
বরুণ চক্রবর্তী ১৮টি আন্তর্জাতিক ম্যাচ (৪টি ওয়ানডে ও ১২টি টি-টোয়েন্টি) খেলেছেন, তাই তিনি C গ্রেডে জায়গা পেয়েছেন।