বিমানবন্দরে যাওয়ার পথে ভারতীয় বায়ুসেনা অফিসার এবং তাঁর স্ত্রীকে চরম হেনস্থা ও মারধর অভিযোগে শোরগোল পড়ে গিয়েছে বেঙ্গালুরুতে। ইনস্টাগ্রাম ভিডিওতে গোটা বিষয়টি জানালেন ওই অফিসার।সেখানে ওই অফিসারকে রক্তাক্ত অবস্থায় দেখা গিয়েছে।
আরও পড়ুন-Lady don: 'আমাকে ফাঁসানো হচ্ছে', কিশোর হত্যাকাণ্ডে নির্দোষ দাবি দিল্লির লেডি ডনের
জানা গেছে, উইং কমান্ডার বোসের স্ত্রীও ভারতীয় বায়ুসেনার একজন অফিসার, তিনি স্কোয়াড্রন লিডার।ঘটনার দিন তাঁরা বেঙ্গালুরুর সিভি রমন নগরের ডিআরডিও কলোনি থেকে বিমানবন্দরের উদ্দেশ্যে যাচ্ছিলেন। অভিযোগ, পিছন থেকে একটা বাইক এসে তাদের গাড়ি আটকায়।ভিডিওতে বায়ুসেনা অফিসার জানিয়েছেন, বিমানবন্দরে যাওয়ার পথে একদল লোক তাঁকে হেনস্থা করেছে। যার ফলে উইং কমান্ডারের মুখ এবং মাথায় আঘাত লেগেছে। তাঁর স্ত্রীর উপরেও নির্যাতন চালিয়েছে একদল লোক। মুখ ও ঘাড়ে রক্ত লেগে থাকা অবস্থায় ওই অফিসার ঘটনাটি বর্ণনা করেছেন।
ভিডিওতে অফিসার অভিযোগ করেন, 'পিছন থেকে একটা বাইক এসে আমাদের গাড়ি থামাল।এরপর লোকটি আমাকে দেখে কন্নড় ভাষায় গালিগালাজ করতে শুরু করে। যখন তারা আমার গাড়িতে ডিআরডিও-র স্টিকার দেখে, তখন তাঁরা আমাদের বলেন, 'তোমরা ডিআরডিও-র লোক'। এরপর তারা আমার স্ত্রীকে গালিগালাজ করতে শুরু করে। এরপরেই তাঁরা আমার সহ্যের বাধ ভেঙে ফেলে। আমি গাড়ি থেকে নামার সঙ্গে সঙ্গেই বাইকার আমার কপালে চাবি দিয়ে আঘাত করে, সঙ্গে সঙ্গে রক্ত বের হতে শুরু হয়। তখন আমি সেখানে দাঁড়িয়ে চিৎকার করে বললাম, 'আমরা যাদের রক্ষা করি, তোমরা সেই সেনাবাহিনী, বিমানবাহিনী এবং নৌবাহিনীর উপর এই আচরণ করছ। এরপর আশ্চর্যজনকভাবে, আরও লোক এসে তাঁদের সঙ্গে জড়ো হয়। এবং আমাদের গালিগালাজ করতে শুরু করে। এরপর লোকটি পাথর তুলে আমার গাড়িতে আঘাত করার চেষ্টা করে। আমার মাথায়ও আঘাত করে তাঁরা। এখন আমার এই অবস্থা।'
আরও পড়ুন-Lady don: 'আমাকে ফাঁসানো হচ্ছে', কিশোর হত্যাকাণ্ডে নির্দোষ দাবি দিল্লির লেডি ডনের
ভিডিওতে ওই বায়ুসেনা অফিসার আরও বলেন, 'ধন্যবাদ, সেখানে কিছু স্থানীয় লোকজন আমার স্ত্রী এবং আমাকে বের করে আনে। এরপর আমরা থানায় অভিযোগ দায়ের করতে গিয়েছিলাম, কিন্তু সেখান থেকে কোনও সাড়া পাওয়া যায়নি। সত্য, বাস্তবতার বিচারে কর্ণাটক এখনও উন্নত নয়। আমি বিশ্বাস করতে পারছি না। ঈশ্বর আমাদের সাহায্য করুন। ঈশ্বর আমাকে প্রতিশোধ না নেওয়ার শক্তি দিন। আগামীকাল, যদি আইনশৃঙ্খলা আমাদের সাহায্য না করে, আমি এর প্রতিশোধ নেব বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। তবে এই হামলার ঘটনা কোনও উস্কানিতে হয়েছে নাকি নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে তা স্পষ্ট নয়। অন্যদিকে পুলিশ জানিয়েছে, এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক অভিযোগ দায়ের হয়নি। তবে এই ঘটনার বিষয়ে ভারতীয় বায়ুসেনা এখনও কোনও প্রতিক্রিয়া জানায়নি।