(IPL) আইপিএলে রবিবার দুপুরে ছিল বিরাট কোহলির (Royal Challengers Bengaluru) রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বনাম শ্রেয়স আইয়ারের পঞ্জাব কিংসের (Punjab Kings) ম্যাচ। সেখানেই আরসিবি সহজ জয় তুলে নেয়। সাত উইকেটে পঞ্জাবকে হারিয়ে বদলার ম্যাচে জয় নিয়েই মাঠ ছাড়ে বিরাট কোহলিরা। ম্যাচ শেষেই কোহলিকে দেখা যায়, পুরনো স্টাইলেই জয় উপভোগ করতে। চণ্ডিগড়ে এই ম্যাচে জেতার পরই বিরাট কোহলি পঞ্জাবের অধিনায়ক শ্রেয়স আইয়ারের দিকে তালিকে সেলিব্রেট করেছিলেন, যা বেশ আগ্রাসী বলা যায়।
পঞ্জাবকে এবার খোঁচা বিরাটদের
এবার আরিসিবিও (RCB) পঞ্জাব কিংসকে সোশাল নেটওয়ার্কিং সাইটে ট্রোলিং করতে ছাড়ল না। ২ বছর আগে নরওয়ের ডান্স গ্রুপ কুইক স্টাইলের সঙ্গে তাল মিনিয়েই ছোট্ট একটি নাচের ভিডিয়োতে কাজ করেছিলেন বিরাট কোহলি, যা বেশ ভাইরাল হয়েছিল তখন।
RCBকে খোঁচা দিয়ে পোস্ট Punjab Kings-র
গত শুক্রবার চিন্নাস্বামী স্টেডিয়ামে ছিল পঞ্জাব বনাম আরসিবির ম্য়াচ। সেই ম্যাচে ঘরের মাঠে আরও একবার বিপর্যস্ত অবস্থা হয় কোহলির দলের। এরপরই পঞ্জাব কিংসের দলের সোশাল নেটওয়ার্কিং ইউজারের তরফ থেকে ২ বছর আগের বিরাটের ভিডিয়োর মতোই একটা মজাদার ভিডিয়ো পোস্ট করা হয়, মানে আরসিবিকে খোঁচা দিয়ে।
Video- IPL-এ শর্মা যুদ্ধ! কলার তুলে মস্তানি আশুতোষের! আঙুল দেখিয়ে শিক্ষা দিলেন ইশান্ত!
বিরাটের কুইক স্টাইলের ডান্স ভিডিয়ো
সেই ভিডিয়ো সকলেরই নজরে এসেছিল। তাই রবিবারের ম্যাচ বিরাটদের কাছে হয়ে দাঁড়িয়েছিল যেন সম্মানরক্ষার। সেই ম্যাচ জিতে তাই বিরাট কোহলির আগ্রাসী সেলিব্রেশনের পর এবার পঞ্জাব কিংসকে খোঁচা দিয়ে বিরাট কোহলির কুইক স্টাইল ডান্স গ্রুপের সঙ্গে নাচের সেই অরিজিনাল ভিডিয়োই পোস্ট করল আরসিবি। সঙ্গে তাঁরা ক্যাপশনে লিখল, “Every masterpiece has a copy. Stick to the original. Enjoy. #PlayBold"।
নাম না করেই পঞ্জাব কিংসকে খোঁচা
এক্ষেত্রে বলাই বাহুল্য, ইংরেজিতে একটি প্রবাদ আছে, “Every masterpiece has a cheap copy"। কিন্তু সেই কঠিন বাক্যটি ব্য়বহার না করেই পঞ্জাব কিংসকেও তাঁদের জায়গা বুঝিয়ে দিল আরসিবি। যদিও নেটিজেনরা অবশ্য বলছে, দুই দলই যেহেতু ১৮ বছরেও একটি ট্রফি জেতেনি, তাই মাঠের বাইরের এসব যুদ্ধ নিয়েই তাঁরা বেশি চিন্তিত। নাহলে সোশাল মিডিয়ায় নয়, ট্রফি জিতেই জবাব দিতে পারত তাঁরা।
প্রসঙ্গত এই ম্যাচে বিরাটদের সামনে টার্গেট ছিল ১৫৮ রানের। দেবদূত পাডিক্কল এবং বিরাট কোহলির হাফ সেঞ্চুরিতে ভর দিয়ে সহজেই সেই ম্যাচ জিতে নেয় আরসিবি। ৬৭তম বার আইপিএলে হাফ সেঞ্চুরি করে ডেভিড ওয়ার্নারের গড়া রেকর্ডকে ছাপিয়ে যান বিরাট। এবারের আইপিএলে এটি বিরাট কোহলিদের অ্যওয়ে ম্যাচে টানা পঞ্চম জয়। আপাতত ৮ ম্যাচে তাঁরা ১০ ম্যাচে জিতেছে।