
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
কদিন ধরেই অভিনেত্রী টুম্পা ঘোষের ছোট পর্দায় ফেরার খবর পাওয়া যাচ্ছিল। মাঝে রটে যায় যে, চিরদিনই তুমি যে আমার ধারাবাহিকে, জিতু কমল অর্থাৎ স্ত্রীর চরিত্রে ফিরবেন তিনি। তবে আপাতত খবর, জি বাংলা নয়, স্টার জলসায় আসছেন তিনি। আর তাঁকে দেখা যাবে, সেই একই স্লটের, জলসার অন্যতম হাই টিআরপি-র ধারাবাহিক গীতা এলএলবি-তে।
খবর মিলছে যে, টুম্পার চরিত্রের নাম পরিশি। তবে পজিটিভ না নেগেটিভ, ঠিক কেমন রোল করছেন, তা এখনও স্পষ্ট নয়। ধারাবাহিকে টুম্পার শেষ কাজ ছিল ‘শ্যামা’। যেখানে তিনি হানি বাফনার বিপরীতে অভিনয় করেছিলেন। সান বাংলায় সেই ধারাবাহিকে তাঁর চরিত্রের নাম ছিল অরিত্রি।
আরও পড়ুন: ‘আমার কাছে ব্যাপারটা অত্যন্ত অপমানজনক…নাম প্রকাশের দাবি রাখছি’, অরিন্দমকে পাল্টা দিলেন সুদীপ্তা
তারপর থেকে বিনোদন দুনিয়া থেকে একপ্রকার গায়েবই ছিলেন টুম্পা। মাঝে যদিও একটি ওয়েব স্টোরিতে কাজ করেন তিনি। 'ক্লিক'-এর সাপ্তাহিক মেগা সিরিজ 'বাড়ুজ্জে ফ্যামিলি'-তে এক গুরুত্বপূর্ণ চরিত্রে ছিলেন।
এর আগে টুম্পাকে দেখা গিয়েছে তিন শক্তির আঁধার ত্রিশূল, নিশির ডাক, জয়কালী কলকত্তওয়ালী, রাগে অনুরাগের মতো মেগাতে। শান্তিপুরের মেয়ে টুম্পা। কলকাতায় থাকেন মায়ের সঙ্গে। কেরিয়ার শুরু করেন নাচ দিয়ে। তবে, মাঝে অভিনয়ের কারণে নাচে একটু ফাঁক পড়েছিল।
২০২৪ সালে দিদি নম্বর ১ শোতে এসে টুম্পা জানিয়েছিলেন যে, ফাঁকা সময়ে নাচ ককনে, পেপার কাটিং করেন, ছবি আঁকেন। এমনকী, সেলাই মেশিনও কিনে ফেলেছেন। সবসময় চলে নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা।
আরও পড়ুন: আগামী বছরেই বিয়ের পিঁড়িতে বনি-কৌশানি? জানেন কীভাবে শুরু হয়েছিল তাঁদের প্রেম
এমনকী, বিয়ে নিয়েও কথা বলেছিলেন টুম্পা। জানিয়েছিলেন, প্রেম নয়, এক্কেবারে সম্বন্ধ দেখে বিয়ে করতে চান। অভিনেত্রী বলেন, 'আমি একেবারেই সিঙ্গল। আমি চাই আমার বিয়েটা আমার মা বাবাই দেখে দিক। ওরা সব দেখে শুনে দিলে ঠিক হবে। এ বিষয়ে নিজেকে বিশ্বাস হয় না। মনে হয় যদি ভুল হয়ে যায়।'
6.88% Weekly Cashback on 2025 IPL Sports