ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করে দেওয়া হয়েছে। সেখানে প্রত্যালর্তন করেছেন শ্রেয়স আইয়ার, ইশান কিষানরা। একই সঙ্গে বেশ কয়েকজন নতুন মুখকেও বিসিসিআই তাঁদের কেন্দ্রীয় চুক্তিতে জায়গা করে দিয়েছে। এর মধ্যে রয়েছে ভারতের টি২০ স্পেশালিস্ট ব্যাটার অভিষেক শর্মা, হর্ষিত রানা, নীতীশ কুমার রেড্ডিরা।
ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রকাশ করা এই তালিকার পরই গুঞ্জন শুরু হয়ে গেছে , এখানেও কি দেখা গেছে গৌতম গম্ভীর এফেক্ট? এমনিতে বিসিসিআইকের কেন্ট্রান কন্ট্র্যাক্ট লিস্টে তেমন কোনও বড় চমক নেই। ইশান কিষান ফিরেছেন, ব্যস ওইটুকুই। আর হ্যা, হার্দিকের থেকে নিচের স্তরে গ্রেড পেয়েছেন সূর্যকুমার যাদব।
Video- IPL-এ শর্মা যুদ্ধ! কলার তুলে মস্তানি আশুতোষের! আঙুল দেখিয়ে শিক্ষা দিলেন ইশান্ত!
বিরাটরা থেকেছেন শীর্ষ গ্রেডেই
বাকি যে বিষয়গুলো নিয়ে সব থেকে বেশি চর্চা ছিল যে বিরাট কোহলি এবং রোহিত শর্মার গ্রেডেশন পলিসি কি হবে? কারণ তাঁরা দুজনেই তিন ফরম্যাটে খেলেন না, যদিও তাঁদের গ্রেডেশনে তেমন কোনও বদল করেনি বোর্ড, তাঁরা শীর্ষ গ্রেড এ প্লাসেই রয়েছেন। কিন্তু এই তালিকায় এমন মুখ দেখা গেছে, যার কেন্দ্রীয় চুক্তির আওতায় আসার যোগ্যতার মাপকাঠি এখনও মেলেনি, কিন্তু তাঁকেও সুযোগ দেওয়া হয়েছে।
BCCI-র কেন্দ্রীয় চুক্তিতে কীভাবে হর্ষিত রানা?
বিসিসিআইয়ের যে গ্রেডেশনের ক্ষেত্রে পলিসি রয়েছে তাতে বলা হয়েছে, কমপক্ষে ১০টি টি২০ ম্যাচ অথবা ৮টি ওডিআই ম্যাচ কিংবা ৩টি টেস্ট ম্যাচ খেললে গ্রেড সি-র চুক্তি পাওয়া যায়। অর্থাৎ কোনও ক্রিকেটারকে এই তালিকায় আসতে গেলে নূন্যতম ম্যাচের এই যে মাপকাঠি তা পূরণ করতেই হবে। যদিও এই তালিকা কিন্তু অন্য কথা বলছে।
KKR তারকা কোন নিয়মে কেন্দ্রীয় চুক্তিতে?
কলকাতা নাইট রাইডার্সের ক্রিকেটার হর্ষিত রানা কোনও ফরম্যাটেই বিসিসিআইয়ের দেওয়া নির্দিষ্ট যোগ্যতামান পূরণ করতে পারছেন না। কারণ তিনি এখনও পর্যন্ত ২টি টেস্ট, ১টি টি২০ ও পাঁচটি ওডিআই ম্যাচে খেলেছেন। কিন্তু ওর সামগ্রিক যে অভিজ্ঞতা তিন ফরম্যাটে খেলার, সেই রিপোর্টের ভিত্তিতেই তাঁকে বিসিসিআইয়ের গ্রেডেশন দেওয়া হয়েছে। অর্থাৎ কেন্দ্রীয় চুক্তি তালিকায় আনা হয়েছে। এছাড়াও বিসিসিআই তিনটি একদিনের ম্যাচকে একটি টেস্টের যোগ্যতা হিসেবে ধরে থাকে। সেক্ষেত্রে পাঁচটি ওডিআইতে ১০ উইকেট নেওয়া হার্দিকের পর্যাপ্ত যোগ্যতা রয়েছে এই তালিকায় জায়গা করে নেওয়ার।