
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
আর কিছুদিনের মধ্যেই শুরু হয়ে যাবে যশ অভিনীত ‘রামায়ণ’ সিনেমার শ্যুটিং। সিনেমায় রামের ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে রণবীর কাপুরকে, সীতার চরিত্রে অভিনয় করবেন সাঁই পল্লবী। হনুমানের চরিত্রে সানি দেওল এবং রাবণের চরিত্রে অভিনয় করবেন যশ।
‘রামায়ণ’ ছবি নিয়ে ভীষণ আশাবাদী যশ আর তাই শ্যুটিং শুরু হওয়ার আগেই মধ্যপ্রদেশের উজ্জয়নীর মহাকালেশ্বর মন্দিরে পুজো দিতে যান যশ। সংবাদ সংস্থা ANI - এর তরফ থেকে পোস্ট করা হয়েছে যশের মন্দিরে পুজো দেওয়ার ভিডিয়ো।
আরও পড়ুন: ৪৭ বছরেও পুলিশ অফিসারের বেশে ফাটাফাটি রানি, প্রকাশ্যে ‘মর্দানি ৩’র লুক
আরও পড়ুন: 'দৃশ্য বাদ যাওয়ায় খারাপ লাগে, তবে প্রশ্ন তুলিনি…', ‘জওয়ান’ বিতর্কে অবশেষে মুখ খুললেন বিরাজ
সোশ্যাল মিডিয়ায় যে ভিডিয়ো পোস্ট করা হয়েছে সেখানে দেখা যাচ্ছে, যশ হাত জোড় করে প্রার্থনা করছেন ঈশ্বরের কাছে। মন্দিরে পুরোহিতদের নির্দেশ অনুসারে সমস্ত আচরণ অনুষ্ঠান পালন করছেন তিনি। ভোরে সম্পন্ন হওয়া ভস্ম আরতিতেও অংশগ্রহণ করেছেন অভিনেতা।
ANI কে দেওয়ার একটি সাক্ষাৎকারে যশ বলেন, ‘আমি ভীষণ খুশি। আমি শিবের অনেক বড় ভক্ত। এত বড় একটি প্রজেক্ট শুরু হওয়ার আগেই শিবের আশীর্বাদ চেয়েছিলাম, যা আজ পেলাম। আমি প্রত্যেক মানুষের সুখ এবং সমৃদ্ধির জন্য প্রার্থনা করেছি আজ।’
জানা গেছে, ‘রামায়ণ’ ছবির কাজ কিছুদিনের মধ্যেই শুরু হয়ে যাবে। এপ্রিল মাসের শেষ থেকে এক মাস যাবত ছবির কিছু অংশে শ্যুটিং হবে যে অংশে থাকবেন যশ। এই এক মাস শ্যুটিং চলাকালীন অভিনেতা থাকবেন মুম্বইয়ে, তারপর আবার তিনি উড়ে যাবেন দক্ষিণ ভারত।
প্রসঙ্গত, শুধু যশ নন, গত রবিবার স্ত্রীকে নিয়ে মহাকালেশ্বর মন্দিরে গিয়েছিলেন অরিজিৎ সিং। মন্দিরে সমস্ত নিয়ম মেনে পুজো দিয়েছিলেন তিনি। অরিজিৎ ও তাঁর স্ত্রীর ছবিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল।
আরও পড়ুন: ক্যালিফোর্নিয়ায় ছুটির মেজাজে শুভশ্রী, ‘মেয়ে কই?' প্রশ্ন নেটপাড়ার
আরও পড়ুন: 'তোমার বাড়িতেও গুলি...', সলমন নয়, লরেন্সের নিশানায় এবার কোন অভিনেতা?
উল্লেখ্য, বহু বছর পর ‘রামায়ণ’ নামক কোনও প্রজেক্টে অভিনয় করতে দেখা যাবে অরুণ গোভিলকে। যদিও এই সিনেমায় তিনি রামের ভূমিকায় অভিনয় করবেন না, তবুও বহু বছর পর তিনি এমন কোনও প্রজেক্টে কাজ করবেন, যেটি রামায়ণ - এর ওপর নির্মিত। ছবির একটি অংশ ২০২৬ সালে, অন্য একটি অংশ ২০২৭ সালে মুক্তি পাবে।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports