বলিপাড়ার মোস্ট কাপল এখন সোনাক্ষি সিনহা আর জাহির ইকবাল। গত বছরই আইনি মতেবিয়ে করেন তাঁরা। আর চার হত এক হওয়ার পর থেকেই, অভিনেত্রীর প্রেগন্যান্সি নিয়ে একাধিকবার খবর রটেছে। এমনকী, মুখ খুলতে বাধ্য হয়েছেন অভিনেত্রী নিজেও। তিনি একটি সাক্ষাৎকারে বলেছিলেন যে তিনি গর্ভবতী নন, তাঁর শুধু ওজন বেড়েছে।
এখন সোনাক্ষি সিনহা তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে একটি চ্যাটের স্ক্রিনশট শেয়ার করেছেন এবং বলেছেন কেন মানুষ আজকাল তাঁকে গর্ভবতী বলে মনে করে। সোনাক্ষি সিনহা যে চ্যাটটি শেয়ার করেছেন তা তাঁর স্বামী জহির ইকবালের চ্যাট। এই চ্যাটটি শেয়ার করে সোনাক্ষী সিনহা লিখেছেন, ‘এই কারণেই সবাই মনে করে আমি গর্ভবতী। এবার এসব বন্ধ করো জাহির।’
সোনাক্ষি যে চ্যাটটি শেয়ার করেছেন, তাতে জহির বউকে জিজ্ঞাসা করছেন যে, তিনি কি ক্ষুধার্ত? এর জবাবে জহিরকে জবাবে সোনাক্ষি বলেন, ‘মোটেও না, আমাকে খাওয়ানো বন্ধ করো।’
এরপরে জহির উত্তর দেন যে, আমি ভেবেছিলাম ছুটি শুরু হয়ে গিয়েছে। সোনাক্ষি এর উত্তরে বলেন, আমি তোমার সামনে বসে ডিনার করলাম এইমাত্র, এটা বন্ধ করো জাহির। এরপরে জহির এবং সোনাক্ষি একে-অপরকে ‘আই লাভ ইউ’ বার্তা পাঠান।

সোনাক্ষি সিনহা এবং জহির ইকবাল ২০২৪ সালে বিয়ে করেন। সোনাক্ষি এবং জহির প্রায়শই সোশ্যাল মিডিয়ায় একে অপরের সঙ্গে ছবি শেয়ার করে, একে অপরের প্রতি তাঁদের ভালোবাসা প্রকাশ করেন। ভক্তরা সোনাক্ষি এবং জাহিরের রসায়ন এবং কেমিস্ট্রি বেশ পছন্দ করেছেন।