Usha Uthup: 'হে ঈশ্বর, আপনি এখনো গান গাইছেন?’ লোকজন আমাকে এমনও বলেন: ঊষা উত্থুপ
1 মিনিটে পড়ুন Updated: 24 Apr 2023, 02:17 PM ISTহিন্দুস্তান টাইমসের অ্যাওয়ার্ড মঞ্চে উঠে ঊষা বলেন, ‘আমাকে দেখে কেউ কেউ বলেন, হে ঈশ্বর, তুমি এখনো গান গাইছ?’ ঊষা উত্থুপ বলেন, ‘আমি সঙ্গে সঙ্গেই উত্তরে বলি, আপনি কী বলতে চাইছেন। আমি তো গানের জন্যই এসেছি। গানের জন্যই বাঁচি। গান ছাড়া আমি তো কিছুই নই। আসলে গান ছাড়া আমি কোথাও জেতেও চাই না।’
ঊষা উত্থুপ