চলতি বছরেই মুক্তি পেয়েছে শোলাঙ্কি রায় অভিনীত ‘বিষহরি’ সিরিজ। হইচই-এর পর্দায় এই প্রথমবার নয় এর আগেও একাধিক সিরিজের অভিনয় করেছেন শোলাঙ্কি। তবে সব থেকে বেশি জনপ্রিয়তা অর্জন করেছিলেন ‘মন্টু পাইলট ২’ সিরিজে অভিনয় করে। এবার আরও একটি সিরিজে দেখতে পাওয়া যাবে অভিনেত্রীকে।
নতুন প্রজন্মের কথা মাথায় রেখে এখন পরিচালকরা তৈরি করছেন মাইক্রো সিরিজ। রিলের আদলে তৈরি হওয়া এই সিরিজের এক একটি পর্ব মাত্র কয়েক মিনিটের হয় যাতে দর্শকরা বোর না ফিল করতে পারেন। এবার তেমনই একটি মাইক্রো ড্রামার অন্যতম মুখ হতে চলেছেন শোলাঙ্কি।
আরও পড়ুন: বেড়াজাল টপকে বাংলাদেশে সম্মানিত হল ‘পদাতিক’, ছবি ভাগ করে নিলেন সৃজিত
আরও পড়ুন: প্রয়াত গায়ক জুবিন গর্গ, স্কুবা ডাইভিং করতে গিয়ে ঘটে দুর্ঘটনা
অনিন্দ্য বন্দ্যোপাধ্যায়ের পরিচালনায় এই নতুন সিরিজের চিত্রনাট্য লিখেছেন দেবিকা মুখোপাধ্যায়। প্রযোজনায় আই ওয়াশ প্রোডাকশন হাউজ। জি ফাইভ এবং বুলেট অ্যাপের ভার্টিক্যাল মাইক্রো সিরিজের নতুন সংযোজন হতে চলেছে এই সিরিজটি।
শোলাঙ্কির ফ্যান পেজ থেকে ইতিমধ্যেই সিরিজের বেশ কয়েকটি ছবি ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে যার প্রথমটিতে দেখা যাচ্ছে একজন গৃহবধূর বেশে রয়েছেন অভিনেত্রী। দ্বিতীয় ছবিতে পরিচালকের পাশে বসে থাকতে দেখা যাচ্ছে অভিনেত্রীকে। ছবিতে একজন স্কুল পড়ুয়ার সাজে রয়েছেন তিনি।
তৃতীয় ছবিতে আবারও গৃহবধুর সাজে দেখতে পাওয়া যাচ্ছে অভিনেত্রীকে। তবে এই সিরিজটি যে এটি রহস্যময় সিরিজ হতে চলেছে তা বোঝা যাবে চতুর্থ ছবি দেখে। চতুর্থ ছবিতে হাতে ছুরি নিয়ে অন্ধকারে কিছু খুঁজতে দেখা যায় তাঁকে।
পঞ্চম ছবি দেখে স্পষ্ট, অভিনেত্রী এই সিরিজে একজন বনেদি বাড়ির গৃহবধুর চরিত্রে অভিনয় করছেন। ষষ্ঠ ছবিটি ফুলশয্যার। ফুলশয্যার খাটে ফুল নিয়ে খেলা করছেন তিনি, তবে এই নেপথ্যে যে কোন ঘটনা রয়েছে তা সিরিজ মুক্তি পেলেই বোঝা যাবে।
আরও পড়ুন: বিতাড়িত নন, নিজেই ‘কল্কি’ ছেড়েছেন দীপিকা, নেপথ্যে রয়েছে কোন কারণ?
আরও পড়ুন: রামকমলের ‘বিনোদিনী’ এবার বোস্টনে, উচ্ছ্বসিত পরিচালক দিলেন বড় খবর
প্রসঙ্গত, ছোট পর্দায় অভিনয় থেকে নিজের অভিনয় জগত শুরু করেছিলেন অভিনেত্রী। ‘ইচ্ছে নদী’, ‘গাঁটছড়া’, ‘প্রথমা কাদম্বিনী’ সিরিয়ালে অভিনয় করার পর তিনি অভিনয় করেছেন একাধিক সিরিজে। যীশু সেনগুপ্তের বিপরীতে অভিনয় করেছেন ‘বাবা বেবি ও’ সিনেমায়। এবার অভিনেত্রীর নতুন সিরিজের অপেক্ষায় রয়েছেন দর্শকরা।