এক বছর আগে এই দিনেই বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন সোহিনী সরকার এবং শোভন গঙ্গোপাধ্যায়। ২০২৪ সালের ১৫ জুলাই আইনি মতে বিয়ে সেরে অভিনেত্রীর সিঁদুর রাঙিয়ে দিয়েছিলেন শোভন। দেখতে দেখতে মঙ্গলবার তাঁদের বিয়ে পূর্ণ করল এক বছর, আজ তাঁদের বিবাহবার্ষিকী।
আরও পড়ুন: 'আমি কি ভালো চুমু খেতে পারি?’ চুমু খাওয়ার ভিডিয়ো পোস্ট করে লিখলেন দিব্যজ্যোতি!
এই বিশেষ দিনে তাঁদের অনুরাগীরা তাঁদের ভালোবাসা ও শুভেচ্ছায় ভরে দিয়েছেন। তাঁদের সেই সব বিশেষ পোস্ট শোভন ও সোহিনী নিজেদের ইনস্টাগ্রাম স্টোরিতে ভাগ করে নিয়েছেন। তবে তাঁদের আলাদা করে কোনও পোস্ট করতে দেখা যায়নি। তাঁদের উদযাপনের কোনও ছবি এখনও প্রকাশ্যে আসেনি।
আরও পড়ুন: কিরণের জন্মদিনে প্রেমিকা অন্তরার আদুরে বার্তা! কত বছর বয়স হল ‘বং গাই’-এর?
আজ থেকে ঠিক একবছর আগে কিছুটা সকলকে চমকে দিয়েই শোভন-সোহিনী তাঁদের বিয়ের খবর প্রকাশ্যে আনেন। যদিও তাঁর বেশ কিছুদিন আগে থেকেই তাঁদের প্রেমের গুঞ্জন শোনা যেত। তবে তা নিয়ে তাঁদের খোলামেলা ভাবে কখনও কথা বলতে সেভাবে দেখা যায়নি। এরপর তাঁদের বিয়ের ছবি ও ভিডিয়ো প্রকাশ্যে আসে।