সোহেল খানের সঙ্গে বিবাহ-বিচ্ছেদ হয়েছে সে কবেই। সোহেল এখন সীমার অতীত। সম্প্রতি নেটফ্লিক্সের ‘ফ্যাবুলাস লাইভস ভার্সেস বলিউড ওয়াইভস’-এর সিজন ৩তে নতুন সঙ্গী বিক্রম আহুজার আলাপ করিয়েছেন সীমা। যদি এই বিক্রমই হলেন সীমার বহু পুরনো প্রেমিক, সোহেলকে বিয়ে করার বহু আগে সম্পর্ক ছিল তাঁদের। সীমার দাবি, সোহেলের সঙ্গে বিবাহ-বিচ্ছেদের পর শুরুতে একা থাকলেও অনেক পরে পুরনো প্রেমিক বিক্রম আহুজার সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন সীমা। আর মায়ের নতুন সম্পর্ক নিয়ে ছেলে নির্বাণের কী প্রতিক্রিয়া সেবিষয়েও কথা বলতে দ্বিধা করেননি সীমা।
সীমা-নির্বাণের কথোপকথন
‘ফ্যাবুলাস লাইভস ভার্সেস বলিউড ওয়াইভস’-এর পুরো সিরিজে সীমা দাবি করে এসেছেন তিনি সোহেলকে বিয়ে করার পর একাই ছিলেন। তবে একটা পর্বে সীমা বলেন তিনি নিজের জীবনে নতুন কাউকে খুঁজে পেয়েছেন। এরপর তাঁর ছেলে নির্বাণকে সীমা প্রশ্ন করেন, ‘আমি যদি জীবনে এগিয়ে যাই, তুমি কি আমার উপর ক্ষুব্ধ হবে?’
মায়ের প্রশ্নে সোহেল-সীমার ছেলে নির্বাণকে উত্তর দিতে শোনা যায়, ‘না, একেবারেই না। অবশ্যই জীবনের এক পর্যায়ে গিয়ে তোমাকে এগিয়ে যেতেই হবে। একটা সময় তোমারও একজন সঙ্গী বা কিছু বা অন্য কিছুর প্রয়োজন হবে। এটা খুবই স্বাভাবিক, এটা না মেনে নেওয়ার কিছু নেই।’
এরপর নির্বাণ তাঁর মাকে জিগ্গেস করেন, তিনি যাঁর সঙ্গে ডেট করছেন, তাঁর থেকে সীমা কি বয়সে বড়? উত্তর হ্য়াঁ সূচক এলে নির্বাঁণ বলেন, ‘হ্যাঁ, তাহলে ঠিক আছে। আমি তাতে কোনও অসুবিধা নেই। আমি ১০০ শতাংশ আপনার সঙ্গে আছি। তুমি যদি খুশি থাকো, তাহলে আমিও তোমার জন্য খুশি। আর কতদিন চাপ নিয়ে বাঁচবে। আর সেটা আমার জন্য় ও ইয়োহানের (নির্বাণের ভাই) জন্যও চাপের।’
নির্বাণ বলেন, তাঁর মা সীমা থেকে নতুন জীবন শুরু করতে বান্দ্রা থেকে ওরলিতে চলে এসেছিলেন। তখন সেটা তাঁর এবং ভাই ইয়োহানের জন্যও কঠিন ছিল। নির্বাণ বলেন, ‘ডিভোর্সের কথা শুরুতে প্রকাশ্যে জানানোও হয়নি। এমনকি ইয়োহানও ডিভোর্স শব্দটি জানতেন না। তবে যখন এটা ঘটল, ও সবকিছু জানল। সেসময় এটা ইয়োহানকে খুব আঘাত করেছিল। তবে এখন ঠিক আছে। ও খুশি।’
আরও পড়ুন-'শাহরুখ স্যারকে বলবেন…', পাপারাৎজির মুখে বাবার নাম শুনতেই কী করল ছোট্ট আব্রাম?
সীমা সচদেব- বিক্রম আহুজা
ফ্যাবুলাস লাইভস ভার্সেস বলিউড ওয়াইভস'-এর শেষে সীমা জানান, সোহেলকে বিয়ে করার আগে ১৯৯০-এর দশকে যে ব্যক্তির সঙ্গে তাঁর বাগদান হয়েছিল, তিনি হলেন বিক্রম আহুজা। বিক্রম 20th Century Finance- কোম্পানির এমডি পদে ছিলেন এবং সেঞ্চুরিয়ন ব্যাংকের প্রচারকের দায়িত্বও পালন করেছেন। তবে শো-তে বিক্রম আহুজার মুখ দেখানো হয়নি।