Sitaare Zameen Par: আমির খানের বহু প্রতীক্ষিত ছবি ‘সিতারে জমিন পর’-এর মুক্তির তারিখ ঘোষণা হয়েছে। খবর অনুযায়ী, এই ছবিটি জুন মাসে মুক্তি পাবে। ওই একই মাসে মুক্তি পাবে আরও একটি সিনেমা।
মুক্তির তারিখ ঘোষণা ‘সিতারে জমিন পার'- এর
২০০৭ সালে মুক্তি পেয়েছিল আমির খানের ‘তারে জামিন পার’। সিনেমাটি আজও মানুষের কাছে ভীষণ ভীষণ ভীষণ পছন্দের। এবার হতে চলেছে প্রতীক্ষার অবসান। মুক্তি পেতে চলেছে আমিরের ‘সিতারে জামিন পার’।
এক কথায় বলতে গেলে, এই সিনেমাটি আমির খানের কামব্যাক সিনেমা হতে চলেছে। প্রথমে নির্মাতারা ৩০মে ছবির মুক্তির পরিকল্পনা করলেও তা পরে পিছিয়ে যায়। জানা গেছে, এই বছরের জুন মাসে সিনেমাটি মুক্তি পাবে বড় পর্দায়।
পিঙ্কভিলার প্রতিবেদন অনুযায়ী, এই কমেডি ড্রামা সিনেমাটি আগামী ২০ জুন বড় পর্দায় মুক্তি পেতে চলেছে। তবে শুধু এই সিনেমাটি নয়, জুন মাসে আরও একটি বিগ বাজেটের সিনেমা মুক্তি পাবে। বলা ভালো, জুন মাসে এই দুই সিনেমার লড়াই চলবে বক্স অফিসে।
সূত্র মারফত জানা গেছে, আগামী জুন মাসে আমির খানের ছবির পাশাপাশি মুক্তি পেতে চলেছে ‘হাউস ফুল ৫’। তবে এই দুটি সিনেমায় ছাড়া আর কোনও বিগ বাজেটের সিনেমা মুক্তি পাবে না জুন মাসে, তাই আমির জুন মাসকে সিনেমা মুক্তির জন্য বেছে নিয়েছেন।
সূত্র থেকে আরও জানা গেছে, এই মুহূর্তে ছবির কাজ সম্পন্ন হয়ে গেছে। আপাতত আমির প্রচারের কাজে ব্যস্ত। সিনেমাটি যত মানুষের কাছে পৌঁছে দেওয়া যায়, সেই চেষ্টাই করছেন অভিনেতা। ২০০৭ সালের পর ২০২৫ সালে আরও একটি মাস্টারপিস দেখার জন্য অপেক্ষা করে রয়েছেন ভক্তরা।
প্রসঙ্গত, ‘সিতারে জামিন পার’ সিনেমার থিয়েট্রিকাল ট্রেলার মুক্তি পাবে অজয় দেবগনের ‘রেইড ২’ সিনেমার সঙ্গে। আগামী ১ মে বড় পর্দায় মুক্তি পাবে ‘রেইড ২’। ওই একই সঙ্গে মুক্তি পাবে সিতারে জামিন পার সিনেমার থিয়েট্রিকাল ট্রেলার।
উল্লেখ্য, ‘তারে জামিন পার’ সিনেমাটি যেমন আবেগপ্রবণ একটি সিনেমা ছিল তবে 'সিতারে জমি পর' কিন্তু কমেডি মোড়কে তৈরি। বহু বছর পর আবার এই সিনেমায় আপনি আমির খানের সঙ্গে দেখতে পাবেন দর্শিল সাফারিকে। সিনেমায় বহু বছর পর অভিনয় করতে দেখা যাবে জেনেলিয়াকে।