‘আপনে আপকো বহুত বড়া সিকন্দর সামঝতা হ্য়ায় তু? ইনসাফ দিলানে আয়া তু?’ প্রশ্ন উঠতেই উত্তর এল 'ইনসাফ নেহি হিসাব করনে আয়া হুঁ'। দেখা মিলল 'সিকন্দর'-এর। হ্য়াঁ, ঠিকই ধরেছেন ২৭ফেব্রুয়ারি পূর্ব ঘোষণা মতোই 'সিকন্দর'-এর বেশে হাজির হলেন সলমন খান। সামনে এসেছে অ্যাকশন প্যাকড টিজার।
সলমন নিজের সোশ্যাল মিডিয়ায় হ্যান্ডেল ইনস্টাগ্রাম এবং এক্স (পূর্বে টুইটার নামে পরিচিত)-এ তাঁর। তাঁর আসন্ন ছবির দ্বিতীয় টিজার শেয়ার করেছেন। এক মিনিট ২১ সেকেন্ডের টিজারটি শুরু হয় সলমনের চরিত্রের নাটকীয় পরিচয় দিয়ে। নস্টালজিয়ার ইঙ্গিত দিয়ে, তিনি প্রকাশ করেন যে তাঁর ঠাকুমা তাকে ‘সিকান্দর’ নাম দিয়েছিলেন, যখন তাঁর দাদু তাঁর জন্য সঞ্জয় নাকটি বেছেছিলেন। তিনি বলেন, 'অউর প্রজ্ঞা নে রাজসহব (আর লোকে আমাকে রাজা বলে ডাকে)।
এরপরে টিজারটি অ্যাকশন সিকোয়েন্সগুলিতে রূপান্তরিত হয়, যেখানে সলমনকে তাঁর সিগনেচার স্টাইল লার্জার-দ্যান-লাইফ অবতারে দেখানো হয়। দেখা মেলে তাঁর চির পরিচিত সেই ‘সোয়াগ’-এর। তিনি একাই একাধিক প্রতিপক্ষের সঙ্গে মোকাবিলা করেন। অনায়াসে তাঁদের ঘুষি ও লাথি মেরে পর্যুদস্ত করতে দেখা যায়। অ্যাকশনটি বিভিন্ন পটভূমিতে উঠে আসে। কবরস্থান থেকে বিমানবন্দর সংলগ্ন এলাকা সর্বত্রই অ্যাকশনের মেজাজে দেখা মেলে সল্লুর।
অ্যাকশনে ভরপুর এই টিজারে মন কাড়ে 'কায়দে মে রহো ফায়েদে মে রহো' এবং 'ইনসাফ নেহি হিসাব করনে আয়া হুঁ'-এর মতো ওয়ান-লাইনার ডায়ালগগুলি। টিজারে দেখা মিলেছে ভাইজান-এর নায়িকা রশ্মিকা মান্দানারও। সিকন্দরের প্রেমিকার চরিত্রে দেখা গেছে তাঁকে। এছাড়াও টিজারটি নাচ ও গানে ভরপুর।
গত বছর মুক্তি পেয়েছিল সিকন্দরের প্রথম টিজার। এক মিনিট ৪১ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, সলমন এমন একটা ঘরে ঢুকছেন যে ঘরটিতে অস্ত্র ভর্তি। আর সেখানে রয়েছে বর্ম পরিহিত সামুরাই সেনা। মনে হচ্ছিল যে তিনি একটি ফাঁদে পা দিয়েছেন। তবে ঠিক তখনই তিনি বলেন, ‘সুনা হ্যায় কি বহত সারে লোগ মেরে পিচে পাড়ে হ্যায়। বাস, মেরি মুড়নে কি ডর হ্যায়। (আমি শুনেছি অনেকে আমার জন্য এটি বের করেছেন। শুধু আমার ঘুরে দাঁড়ানোর জন্য অপেক্ষা করুন)’।
চলতি মাসের শুরুর দিকে সলমন ‘সিকান্দরের নতুন পোস্টার প্রকাশ করেন, যেটি কিনা সোশ্যাল মিডিয়ায় ঝড় তোলে। পোস্টারে সালমানকে একটি ধারালো বস্তু থেকে আক্রমণ প্রতিহত করার চেষ্টা করতে দেখা যায়। তার তীক্ষ্ণ দৃষ্টি একট গাঢ় লাল ব্যাকড্রপের বিরুদ্ধে নিবদ্ধ রয়েছে। বেশ কয়েকজন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী সিকান্দরের পোস্টারের সঙ্গে জ্যাকলিন ফার্নান্দেজের ২০২০ সালের ছবি ’মিসেস সিরিয়াল কিলার'-এর পোস্টারের সাদৃশ্য খুঁজে পেয়েছেন।
২০২৫
সালের ঈদে সিনেমাহলে মুক্তি পাবে সলমনের 'সিকান্দার'। এটি পরিচালনা করেছেন এ আর মুরুগাদোস, যিনি গজনি, থুপ্পাক্কি, হলিডে: আ সোলজার ইজ নেভার অফ ডিউটি এবং সরকারের মতো তামিল ও হিন্দি ছবির পরিচালনার জন্য পরিচিতি পেয়েছেন। ছবিতে সলমন-রশ্মিকা ছাড়াও রয়েছেন কাজল আগরওয়াল ও রশ্মিকা মান্দানা। ছবিটি সাজিদ নাদিয়াদওয়ালার প্রযোজনা সংস্থা নাদিয়াদওয়ালা গ্র্যান্ডসন এন্টারটেইনমেন্ট।