
Baji
৳7,777 IPL 2025 Sports Bonus
একাধিক সময়তেই অভিনেত্রী শ্রুতি দাসকে অভিযোগ করতে দেখা যায় যে, কাজ দেওয়া হয় না তাঁকে। এমনকী, তাঁর শ্যামলা রং নিয়েও কটাক্ষের মুখোমুখি হওয়ার কথা, বারবার উঠে এসেছে অভিনেত্রীর মুখে। শ্রুতিকে শেষ দেখা গিয়েছে রাঙা বউ ধারাবাহিকে। তারপর অনেকদিন ছোট পর্দা থেকে দূরে তিনি। মাঝে যদিও কাজ করেছেন সিনেমাতে। এবার ভক্তদের জন্য ভাগ করে নিলেন মন খুশি হওয়ার মতো খবর।
তবে ছোট পর্দা নয়, ফের বড় পর্দাতেই আসছেন শ্রুতি। আর ছবির নাম ‘ভানুপ্রিয়া ভূতের হোটেল’। স্ক্রিপ্টের ছবি শেয়ার করে অভিনেত্রী লেখেন, ‘নতুনের কাজ শুরু হওয়ার মুখে… ভানুপ্রিয়া ভূতের হোটেল আসছে এবারের শীতে। আমার উপর ভরসা রাখার জন্য ধন্যবাদ @aritra_mukherjee’।
শ্রুতির শেয়ার করা ছবিটিতে দেখা গেল, অভিনেত্রীর জন্য একটি হাতে লেখা নোট শেয়ার করে নিয়েছেন অরিত্র। লেখা আছে, ‘তোর সঙ্গে অনেকদিনের ইচ্ছে ছিল একসঙ্গে কাজ করার। খুব পছন্দের অভিনেত্রী তুই আমার। চল একসঙ্গে ফাটিয়ে কাজ হোক। – অরিত্রদা।’
রবিবারই ভানুপ্রিয়া ভূতের হোটেলে কাজ করার খবর দিয়েছেন মিমি চক্রবর্তী। ছবিতে রয়েছেন স্বস্তিকা দত্তও। প্রযোজনা উইন্ডোজের। ইটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে শ্রুতি জানিয়েছেন, ‘এখানে ভূত আর মানুষের দল মিলেমিশে একাকার। আমি মানুষের দলে। চরিত্রটা নিয়ে এখন সেভাবে কিছু বলতে পারব না। তবে, হ্যাঁ এরকম হরর কমেডিতে দর্শক প্রথমবার দেখবেন আমাকে।’ রবিবার ২২ জুন থেকে শুরু হয়েছে সিনেমার কাজ। জানা গিয়েছে যে, উত্তরবঙ্গের লাভাতে শ্যুটিং করছে গোটা টিম।
রবিবার উইন্ডোজের তরফ থেকে জানানো হয়, ‘আজ সকালে আমরা এসে উঠেছি ভানুপ্রিয়া ভূতের হোটেলে…চেক-ইন তো হয়েই গেছে, কিন্তু চেক-আউটের কোন তারিখ জানাতে রাজি নয় কেউই। হোটেলের করিডোর জুড়ে অদৃশ্য ঠান্ডা হাওয়া, দেওয়ালে নিঃশব্দ কানাঘুষো, কিরকম গা-ছমছমে পরিবেশ… ডিসেম্বর পর্যন্ত এখানেই অপেক্ষা করব... আপনারা আসছেন তো আমাদের বাঁচাতে?’ উইন্ডোজের বানানো প্রথম হরর-কমেডি হতে চলেছে ভানুপ্রিয়া ভূতের হোটেল।
৳7,777 IPL 2025 Sports Bonus