খুব সম্প্রতি শেষ হয়েছে ‘মিঠিঝোরা’। আবারও জি বাংলায় নতুন ধারাবাহিকের হাত ধরে আসতে চলেছেন আরাত্রিকা মাইতি। অন্যদিকে পরপর ওয়েব সিরিজ এবং বড়পর্দায় অভিনয় করার পর এবার আবার ছোট পর্দায় ফিরতে চলেছেন শ্রুতি দাস। দুই বোনের গল্প নিয়ে তৈরি হওয়া এই ধারাবাহিকে নায়কের ভূমিকায় অভিনয় করবেন কে?
জানা গিয়েছে, শ্রুতির চরিত্রের নাম নিশা। নিশা স্বপ্ন দেখে বড়লোক হওয়ার। অন্যদিকে আরাত্রিকা অর্থাৎ উজি আদর্শে বিশ্বাসী। সৎ পথে চলাই তার জীবনের অন্যতম লক্ষ্য। দুই ভিন্ন মত মেনে চলা দুই বোনের এই গল্পের পরিচালক সুশান্ত দাস।
আরও পড়ুন: 'রঘু ডাকাত'-এর টিজারে সাদা চুল, ক্রুর হাসিতে বাজিমাত অনির্বাণের! সোহিনী-রূপা-ইধিকাদের লুকেও বড় চমক
আরও পড়ুন: 'ও যদি ছোট না হত...', প্রসেনজিতের কোন কথায় চোখে জল এল চঞ্চল চৌধুরীর?
এবার প্রশ্ন হল, দুজন হেভিওয়েট নায়িকার সঙ্গে দেখা যাবে কোন নায়ককে? শোনা যাচ্ছে, ধারাবাহিকের নায়কের চরিত্রে নাকি দেখা যাবে অভিষেক বীর শর্মাকে। সর্বশেষ ‘বুলেট সরোজিনী’ ধারাবাহিককে অভিনয় করেছিলেন অভিষেক।
তবে শুধু অভিষেক নয়, সিরিয়ালে অভিনয় করতে দেখা যাবে আরও একজন নায়ককে। তবে তিনি কে, তা এখনও জানা যায়নি। তবে ছোট পর্দায় প্রথম আরাত্রিকা এবং শ্রুতিকে একসঙ্গে দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছেন ভক্তরা।
প্রসঙ্গত, শ্রুতি এবং আরাত্রিকা দুজনেই বড় বড় পরিচালকের সঙ্গে কাজ করেছেন ইতিমধ্যেই। মিঠিঝোরা ধারাবাহিকের পর সৃজিত মুখোপাধ্যায়ের সিনেমা ‘লহ গৌরাঙ্গ রে’ সিনেমায় অভিনয় করতে দেখা যাবে আরাত্রিকাকে।
আরও পড়ুন: ‘ভাই দারুণ লেগেছে…’, 'রক্তবীজ ২' টিজার মুক্তি পেতেই অঙ্কুশকে শুভেচ্ছাবার্তা দেবের
আরও পড়ুন: বক্স অফিসে উঠল ঝড়, প্রথম দিনেই ধূমকেতুর আয় ছাড়াল কোটি টাকার গণ্ডি
অন্যদিকে ‘রাঙা বউ’ ধারাবাহিকের পরেই ‘আমার বস’ সিনেমায় অভিনয় করেছিলেন শ্রুতি। এছাড়া আগামী দিনে ‘ভানুপ্রিয়া ভূতের হোটেল’ সিনেমাতে অভিনয় করতে দেখা যাবে এই অভিনেত্রীকে। ‘ডাইনি’ সিরিজে শ্রুতির অসাধারণ অভিনয় বারবার নজর কেড়েছে সকলের।
তবে এই নতুন ধারাবাহিক নিয়ে আরাত্রিকা ভীষণ খুশি। একটি প্রাণাচ্ছল মেয়ের চরিত্রে অভিনয় করে তিনি রায়ের ভাবমূর্তি ভাঙতে পারবেন বলেই বিশ্বাসী। তবে চরিত্র যাই হোক না কেন, কাজের মধ্যে থাকতে পারলেই খুশি ‘রাইপূর্ণা’।