আসছে নতুন বাংলা ধারাবাহিক, যাতে দুই বোনের চরিত্রে দেখা যাবে শ্রুতি দাস ও আরাত্রিকা মাইতিকে। আগামী সপ্তাহেই আসানসোলে শ্যুটিং শুরু হওয়ার কথা নতুন প্রোজেক্টের। এই প্রথম একসঙ্গে স্ক্রিন শেয়ার করবেন আরাত্রিকা-শ্রুতি। তবে তার আগে ‘বন্ধুত্বের উদযাপন’ হল পাহাড়ে। পরিবারকে সঙ্গে নিয়ে একসঙ্গে সময় কাটালেন, এমনকী ছবিও দিলেন সোশ্যাল মিডিয়াতে।
আরাত্রিকা ছবিগুলি শেয়ার করে নিয়েছেন সোশ্যাল মিডিয়াতে। সাদা-কালো পোশাকে দেখা গেল ‘রাইপূর্ণা’কে। আর শ্রুতির গায়ে নীল ট্রাউজার, সাদা শার্ট। পাহাড়ি রাস্তায় একসঙ্গে পোস্ট দেওয়ার পাশাপাশি, রিসর্ট বা হোমস্টে-তে দুই পরিবারকে একসঙ্গে আড্ডা মারতেও দেখা গেল।
আরাত্রিকা ছবিগুলি শেয়ার করে লিখেছেন যে, ‘হাজার মাইলের পথচলা শুরু হোক একটা ছোট্ট পদক্ষেপ দিয়ে।’ আর ‘BFF’-এর এই পোস্টে শ্রুতি মন্তব্য করেছেন, ‘থু থু থু… নজর না লাগে’। আর সেখানে আবার জবাব দিয়ে আরাত্রিকা লেখেন, ‘নজর কিন্তু সত্যি। সবসময় মনে রাখবে।’
এর আগে শ্রুতির সোশ্যাল মিডিয়া পোস্টে হামেশাই দেখা মিলত আরেক অভিনেত্রীর। যাকে নিজের ‘প্রাণের বন্ধু’ বলেও পরিচয় দিতেন। তিনি আর কেউ নন, অন্বেষা হাজরা। তবে আচমকাই অন্বেষা আর শ্রুতির মধ্যে দূরত্ব দেখা যায়। যদিও ঠিক কী কারণ, তা নিশ্চিত বলা মুশকিল। এখন দেখার, নতুন এই ধারাবাহিককে পাথেয় করে তৈরি হওয়া শ্রুতি আর আরাত্রিকার বন্ধুত্বের ভবিষ্যৎ কী হয়!
শ্রুতি ও আরাত্রিকার নতুন মেগা:
দুই বোনের গল্প নিয়ে এই নতুন বাংলা সিরিয়াল। শ্রুতির চরিত্রের নাম নিশা। যে স্বপ্ন দেখে কোটিপতি হওয়ার, তা যে কোনো উপায় অবলম্বন করে। অন্য দিকে, আরাত্রিকা চরিত্রের নাম উজি, যে আদর্শে বিশ্বাসী। শিক্ষিত, সৎ পথে চলাই তাঁর লক্ষ্য। দুই ভিন্নমেরুর বোনকে নিয়ে গল্প বুনবেন সুশান্ত দাস।
অন্যদিকে, দুই বোনের নায়ক অভিষেক বীর শর্মা, চরিত্রের নাম 'সিদ্ধার্থ'। যদিও আরও একজন নায়কের থাকার কথা রয়েছে এই ধারাবাহিকে। ইতিমধ্যেই হয়ে গিয়েছে প্রোমো শুটিং।