কিছুদিনের মধ্যেই শুরু হতে চলেছে নতুন চ্যানেল জি বাংলা সোনার। এই চ্যানেলে একগুচ্ছ ধারাবাহিক এবং রিয়ালিটি শো আসতে চলেছে খুব শীঘ্রই। এই ধারাবাহিকের মধ্যে অন্যতম হল ‘শ্রীমান ভগবান দাস’। আগামী ২৫ অগস্ট থেকে রাত ৮টায় সম্প্রচারিত হবে এই ধারাবাহিক। এবার প্রকাশ্যে এল ধারাবাহিকের প্রথম প্রমো।
শ্রীমান ভগবান দাস প্রমো প্রসঙ্গে
প্রমো শুরুতেই দেখা যাচ্ছে বাঙালি ভগবান দাস ওরফে বিশ্বনাথ বসু ভগবান মহেশ্বরের কাছে প্রার্থনা করছেন, ঠিক যেমন আর পাঁচটা মানুষ করেন। কিন্তু ভগবান দাস ঈশ্বরের কাছে খুব প্রিয় একজন ভক্ত তাই হয়তো হাজার মানুষের ভিড়ের মাঝে স্বয়ং ঈশ্বরকে চোখের সামনে দেখতে পান বিশ্বনাথ।
আরও পড়ুন: কবিতার পর এবার গান, ‘বকুলতলায় ভিড় জমেছে’ গানের সুরে লিপ মেলালেন ‘পরিণীতা’- র বিদ্যা
আরও পড়ুন: 'আমায় লুকিয়ে বিয়ে...', রাজেশ খান্নাকে নিয়ে বিস্ফোরক মন্তব্য অনিতা আডবানির
তবে এক্ষেত্রে ঈশ্বর হিসেবে নয় বরং ভগবানের বন্ধু হিসেবে ধরা দেন মহেশ্বর। ভগবানের একের পর এক প্রশ্নের উত্তর দিতে থাকেন তিনি। ধীরে ধীরে তৈরি হয় বন্ধুত্ব। সোজাসাপ্টা মনের মানুষ ভগবান মহেশ্বরকেও নিজের বন্ধুর স্থানে রাখেন। হাবেভাবে বুঝিয়ে দেন, ঈশ্বর নন বরং ভগবান পেয়েছেন ঈশ্বররুপী বন্ধু।
প্রমো প্রকাশ্যে এনে জি বাংলা সিনেমার তরফ থেকে ক্যাপশনে লেখা হয়েছে, ‘মন্দিরেই শুধু না, ঈশ্বর থাকেন মানুষের অন্তরে। তাই তিনি অন্তর্যামী। ছাপোসা মধ্যবিত্ত ভগবান দাসের মনটাও তাই পড়ে ফেলেন স্বয়ং মহাদেব! আসছে.. ভগবান এবং ঈশ্বরের এক অনন্য বন্ধুত্বের গল্প।’
আরও পড়ুন: ছেলে নিয়ে হাসপাতালে দৌড়লেন পরীমণি! অসুস্থ অভিনেত্রীও, কী হল হঠাৎ?
আরও পড়ুন: বর্ষা শেষে হতে চলেছে ভূতের আগমন, হইচই- এর পর্দায় আসছে ‘ভূততেরিকি’
তবে প্রমো প্রকাশ্যে আসতেই অনেকেই অক্ষয় কুমার এবং পরেশ রাওয়ালের সিনেমা ‘ও মাই গড’ ছবির সঙ্গে তুলনা করেছেন এই ধারাবাহিকের গল্পকে। কিছু কিছু মানুষ এই ধারাবাহিকটি দেখার ইচ্ছা প্রকাশ করেছেন আবার কেউ কেউ বলেছেন, পুরোটাই কপি। এর থেকে অরিজিনাল কিছু দেখালে ভালো হতো। তবে সব মিলিয়ে বিশ্বনাথের এই ধারাবাহিকটি হতে চলেছে একেবারে অন্য স্বাদের একটি সিরিয়াল।
প্রসঙ্গত, এই ধারাবাহিকে বিশ্বনাথের স্ত্রীর চরিত্রে অভিনয় করবেন মিমি। তবে সব থেকে বেশি নজর কাড়বেন ইন্দ্রাশীষ রায়। ভগবান শিবের চরিত্রে অভিনয় করবেন তিনি।