‘সন্তান’ সিনেমার পর আবার বড় পর্দায় আসতে চলেছেন মিঠুন চক্রবর্তী, সঙ্গ দেবেন অঞ্জনা বসু। পথিকৃৎ বসু পরিচালিত এই সিনেমায় আপনি দেখতে পাবেন একেবারে অন্যরকম এক ভালবাসার গল্প। আগামী ১ মে বড় পর্দায় মুক্তি পেতে চলেছে ‘শ্রীমান ভার্সেস শ্রীমতী’। মুক্তির আগে আজ অর্থাৎ ১৯ এপ্রিল মুক্তি পেল সিনেমার ট্রেলার।
ট্রেলার প্রসঙ্গে
সিনেমার ট্রেলার শুরু হয় মিঠুন এবং অঞ্জনার ভালোবাসার গল্প দিয়ে। এক ঝলক দেখলে মনে হবে কি দুর্দান্ত এক ভালোবাসার গল্প দেখতে চলেছেন আপনি। কিন্তু গল্পে দুঃখ না থাকলে হ্যাপি এন্ডিং হবে কীভাবে? তাই এই গল্পেও রয়েছে এমন কিছু কষ্ট, যার বুননে তৈরি হয়েছে গোটা সিনেমাটি।
আরও পড়ুন: 'এ এক...', ইরফানের সঙ্গে তুলনা টানায় কী বললেন জয়দীপ?
আরও পড়ুন: রণবীরকে 'গসিপ কিং' বলায় রেগে কাঁই আলিয়া! আচমকাই পুরোনো ভিডিয়ো
প্রথমে দুজনকে বেশ হাসি খুশি দেখালেও পড়ে জানা যায় ২৭ বছর ধরে এই দম্পতি নিজেদের ডিভোর্সের কেস লড়ছেন। এমন কি ভুল করেছিলেন পর্দার অমল, যার মাশুল তাঁকে সারা জীবন গুনতে হচ্ছে? অমল এবং অপর্ণার ভালোবাসার মাঝে দেখানো হয় পরমব্রত এবং মধুমিতার সংসারের কাহিনীও।
তবে এই গল্পে শুধু দুঃখ আছে ভাবলে কিন্তু ভুল ভাববেন। গল্পের মাঝেই এন্ট্রি হয় সকলের প্রিয় অঞ্জন দত্ত ওরফে নিলয় সেনের। অপর্ণা ওরফে অঞ্জনার ভালো বন্ধু তিনি। নিলয়কে স্ত্রীর কাছাকাছি দেখে অভিমান হয় অমলের।
কমেডির মোড়কে টানা হয় প্রজাপতি সিনেমার প্রসঙ্গ, নিয়ে আসা হয় বেলা বোস গানের প্রসঙ্গও। তবে এই সিনেমায় শুধু অভিনয় নয়, অঞ্জন দত্তের থেকে দর্শকরা পাবেন একটি দুর্দান্ত গান। সত্যিই তো, দূরে না গেলে ফেরা যায় না, তবে এখানে সব ভুল বোঝাবুঝি দূরে রেখে, আদৌ এই দম্পতি একে অপরের কাছাকাছি ফিরতে পারবেন কিনা, সেটা দেখতে হলে আর কিছুদিন অপেক্ষা করতেই হবে।
আরও পড়ুন: 'এ তো বাবা-মায়ের মধ্যে একজনকে...', দুই রণবীরের মধ্যে কাকে বেছে নিলেন দীপিকা?
আরও পড়ুন: ব্যবসায়ী আরিয়ান! পানীয়ের ব্র্যান্ড লঞ্চ করতে কলকাতায় আসছেন শাহরুখ পুত্র, কবে?
প্রসঙ্গত, শ্রীমান ভার্সেস শ্রীমতী সিনেমায় পরমব্রত, মধুমিতা ছাড়া বিশেষ চরিত্রে অভিনয় করবেন রশ্মি ভট্টাচার্য। বিশ্বনাথ বসু এবং তনিমা সেনও থাকবেন বিশেষ বিশেষ চরিত্রে। এক ঝাঁক তারকা নিয়ে তৈরি হওয়া এই সিনেমাটি মিস করলে কিন্তু ভালোবাসার নতুন সংজ্ঞা জানতেই পারবেন না আপনি।