'কিছু সম্পর্ক ভাষায় ব্যাখ্যা করা যায় না', বিয়ের ৩ দিন পার, অভিষেককে নিয়ে কী লিখলেন শার্লি?
Updated: 02 May 2025, 08:46 AM IST Subhasmita Kanji 02 May 2025 abhishek bose, sharly modak, শার্লি, শার্লি মোদক, অভিষেক বসুসাতপাকে বাঁধা পড়েছেন শার্লি মোদক এবং অভিষেক বসু। ... more
সাতপাকে বাঁধা পড়েছেন শার্লি মোদক এবং অভিষেক বসু। গত ২৯ এপ্রিল সই সাবুদ করে চার হাত এক হয়েছে তাঁদের। বিয়ের ২ দিনের মাথায় বরের জন্য আবেগঘন বার্তা লিখলেন শার্লি মোদক। ভাগ করে নিলেন তাঁদের বিয়ের একটি অদেখা ছবিও।
পরবর্তী ফটো গ্যালারি