গত অগস্ট মাসে ছিল মীরা রাজপুতের বড় কন্যা মিশার জন্মদিন। এরপরই সেপ্টেম্বর মাস পড়তে না পড়তেই কাপুর পরিবারে পালন করা হল জৈন কাপুরের জন্মদিন। এবার পালা মীরার জন্মদিন সেলিব্রেশনের।
দুই ছেলে মেয়ে এবং স্ত্রীর জন্মদিন পালন করার জন্য কিছুদিন আগেই সপরিবারে লন্ডনে উড়ে গিয়েছেন শাহিদ। সেখানেই দুই ছেলে মেয়ে এবং স্ত্রীকে নিয়ে সময় কাটাচ্ছেন তিনি। খুব সম্ভবত স্ত্রীর জন্মদিন কাটিয়েই এবার দেশে ফিরে আসবেন অভিনেতা।
আরও পড়ুন: ভুল বুঝে নতুন কাকুর থেকে ক্ষমা প্রার্থনা মিঠির, 'পুরো পাল্টিবাজ...', মন্তব্য দর্শকদের
৭ সেপ্টেম্বর মীরার জন্মদিন উপলক্ষে স্ত্রীর বেশ কিছু ছবি পোস্ট করেন অভিনেতা। ক্যাপশনে তিনি লেখেন, ‘শুভ জন্মদিন আমার ভালোবাসা। তুমি আমাকে পরিপূর্ণ করেছ। ঈশ্বর তোমাকে সযত্নে তুলে রেখেছিলেন শুধু আমার জন্য। আমি সত্যি ভাগ্যবান তোমাকে আমার জীবনে পেয়ে। সারা জীবন এই ভাবে হাসিখুশি থাকো। তোমার সবকিছু আশাপূর্ণ হোক এটাই কামনা করি।’
শাহিদের পোস্ট করা ছবিতে দেখতে পাওয়া যায়, লন্ডনে একটি বিশাল বড় ফার্ম হাউসের সামনের লনে বসে সময় কাটাচ্ছেন তিনি। এছাড়াও যে ছবিগুলি পোস্ট করা হয়েছে সেখানে দেখা যাচ্ছে স্বামীর সঙ্গে কখনও তিনি রেস্টুরেন্টে ঘুরতে গিয়েছেন কখনও আবার লেকের ধারে।
গত অগস্ট মাসে মেয়ের জন্মদিনে মেয়ের জন্মদিনেও একটি ছবি পোস্ট করেছিলেন মীরা। একটি বাঁশের ওপর বসে থাকতে দেখা যায় নিশাকে। মেয়ের জন্মদিনে ছবি পোস্ট করে মীরা লিখেছিলেন, ‘শুভ নবমতম জন্মদিন আমার মিষ্টি সোনা। আমার ছোট্ট মেয়েটা এখন বড় হয়ে গিয়েছে।’
গত শুক্রবার ছেলের একটি মিষ্টি ছবি পোস্ট করে মীরা লেখেন, ‘আমাদের জৈনকে জানাই সপ্তম তম জন্মদিনের শুভেচ্ছা। তোমার উপস্থিতি প্রতিদিন আমার জীবনকে কোলাহলপূর্ণ করে তোলে। চলো আরেকটি ঝড় তোলার সময় এসে গিয়েছে।’ ছবিতে জৈনকে হাসি মুখে বল নিয়ে মাঠে বসে থাকতে দেখা যায়।
আরও পড়ুন: ‘রঘু ডাকাত’ মুক্তির আগেই কলকাতা পুলিশের শরণাপন্ন দেব, সারলেন গোপন বৈঠক, কেন?
প্রসঙ্গত, ২০১৫ সালের ৭ জুলাই ধুমধাম করে বিয়ে হয় শাহিদ এবং মীরার। ২০১৬ সালে মেয়ের জন্ম দেন মীরা, ২০১৮ সালে জন্ম দেন জৈনকে।