বাংলা নিউজ > বায়োস্কোপ > Shah Rukh Khan Viral Video: সেলফি তুলতে আসা ভক্তকে হাত দিয়ে ঠেলে দিলেন শাহরুখ! কিং খানের কীর্তিতে হাঁ সকলে
পরবর্তী খবর
Shah Rukh Khan Viral Video: সেলফি তুলতে আসা ভক্তকে হাত দিয়ে ঠেলে দিলেন শাহরুখ! কিং খানের কীর্তিতে হাঁ সকলে
1 মিনিটে পড়ুন Updated: 03 May 2023, 11:54 AM ISTTulika Samadder
শাহরুখ খানকে খারাপ মেজাজে খুব কমই দেখা যায়। তিনি যে কোনও ভক্তকে ঠেলে সরিয়ে দিতে পারেন তা বোধহয় তাঁর অনেক ভক্ত স্বপ্নেও ভাবেনি।
সেলফি তুলতে আসা ভক্তকে ঠেলে সরিয়ে দিলেন শাহরুখ।
ভক্তদের আপন করে নিতে খুব কম তারকাই পারেন। যার মধ্যে একজন নিসন্দেহে শাহরুখ খান। অনুরাগীদের সেলফি থেকে অটোগ্রাফ-- কিছুতেই না বলেন না। তবে এবার যে কাণ্ড তিনি করলেন তা দেখে অনেকেই অবাক। সেলফি তুলতে আসা ভক্তকে ঠেলে দিলেন হাত দিয়ে। ভাইরাল হয়েছে ভিডিয়ো।
বুধবার সকালে শাহরুখ খানকে মুম্বই বিমানবন্দরে দেখা গিয়েছিল। ডাঙ্কি-র শ্যুটিং শেরে কাশ্মীর থেকে বাড়ি ফিরছিলেন তিনি। বিমানবন্দরের গেট থেকে বেরিয়ে আসার একটি ভিডিও ইন্টারনেটে ভাইরাল হয়েছে। বিমানবন্দরে শাহরুখ খানের সঙ্গে তার ম্যানেজার পূজাও ছিলেন।
ভিডিয়োতে দেখা যায় এয়ারপোর্টে উপস্থিত ফ্যানদের উদ্দেশে ফ্লাইং কিস ছুঁড়লেন তিনি। কিন্তু সেই সময়ই সাদা শার্ট পরা এক ব্যক্তি বিনা অনুমতিতে সেলফি তোলার জন্য পাশে এলে তাকে হাত দিয়ে ঠেলে সরিয়ে দেন। বেশ ভ্য়াবাচাকাই খেয়ে যায় সে। ভিডিয়োয় মিশ্র প্রতিক্রিয়া দেখিয়েছেন নেটিজেনরা।
এক নেটিজেন কমেন্ট সেকশনে লিখলেন, ‘দেখেই বোঝা যাচ্ছে ওই ব্যক্তি বিমানবন্দরের কর্মী। শাহরুখের গায়ে তো স্পর্শও করেনি। তাহলে কোন অধিকারে সেই লোকটিকে ঠেলে দিলেন শাহরুখ। তারকা হলেই কি যা ইচ্ছে তা করা যায়?’ আরেকজন লিখলেন, ‘এই ভিডিয়োই তারকাদের আসল রং দেখায়। জঘন্য।’ আরও পড়ুন: ডিভোর্সের ফোটোশ্যুট করিয়ে সোশ্যাল মিডিয়াকে চমকেছেন শালিনী! কে ভাইরাল মেয়েটি?