সমাজ বড়ই বিচিত্র! কিছু মানুষ যেমন বন্যপ্রাণীদের রক্ষা করার জন্য উদ্বিগ্ন হয়ে থাকেন, আবার কিছু লোজজন নানাভাবে জেনে বা না জেনে বন্যপ্রাণীর ক্ষতি করে চলেন। আর তার ফলস্বরূপ বহু প্রজাতির বন্যপ্রাণী বর্তমানে বিলুপ্তির পথে। তবে এই সব নিস্পাপ বন্যপ্রাণকে রক্ষা করার সংকল্পে শুরু হয় বনতারা। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান এবং এমডি মুকেশ আম্বানির ছোট ছেলে অনন্ত আম্বানির প্রচেষ্টায় এই বনতারার কর্মকাণ্ড শুরু হয়। তবে এবার সেখানে গিয়েই বন্যপ্রাণীদের অবস্থা দেখে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর তাঁর সেই পোস্ট শেয়ার করে বন্যপ্রাণ সংরক্ষনের বার্তা দিলেন বলিউডের বাদশা শাহরুখ খান।
গুজরাটের জামনগরে বনতারা বন্যপ্রাণী উদ্ধার এবং পুনর্বাসন কেন্দ্রের উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ ইতিমধ্যেই কর্পোরেট ক্যাটাগরিতে জীবজন্তুর সেবায় দেশের সর্বোচ্চ সম্মান ‘প্রাণী মিত্র পুরস্কার’-এ সম্মানিত করা হয়েছে বনতারাকে৷ আর এবার সেই বনতারায় গিয়ে জনসাধারণের দিকে প্রশ্ন ছুঁড়ে দিলেন প্রধানমন্ত্রী।
আরও পড়ুন: দেব-শুভশ্রীর ‘ধূমকেতু’তে অরিজিৎ-শ্রেয়ার যুগলবন্দি! বন্ধ কাজ শুরু করলেন অনুপম
সেখানে থাকা হাতিদের কীভাবে যত্ন নেওয়া হয় তারই কিছু ঝলক নিজের অফিসিয়াল এক্স হ্যান্ডেলে শেয়ার করেন প্রধানমন্ত্রী। পাশাপাশি জানান কোন পরিস্থিতর মধ্যে থেকে তাদের উদ্ধার করা হয়েছে। ছবিতে দেখা যায় অনন্তর সঙ্গে ঘুরে হাতিদের কীভাবে যত্ন নেওয়া হচ্ছে তা পর্যবেক্ষণ করছেন প্রধানমন্ত্রী।
ছবিগুলি নিজের এক্স হ্যান্ডেলে শেয়ার করে মোদী ক্যাপশনে লেখেন, ‘বনতারায় আমি একটি হাতি দেখেছি যে কিনা অ্যাসিড হামলার শিকার হয়েছিল। এখানে হাতিটির অত্যন্ত যত্ন নেওয়া হচ্ছে। ওই হাতিটি ছাড়াও আরও বেশ কিছু হাতিও রয়েছে। যাদের কাউকে কাউকে অন্ধ করে দেওয়া হয়েছে। আর এমন কাজ করেছে তাদের মাহুতেরা। আরেকটি হাতি দ্রুতগামী ট্রাকের ধাক্কায় আহত হয়েছে। এই সব দেখে একটাই প্রশ্ন বার বার উঠে আসে মানুষ কীভাবে এতটা অসাবধান এবং নিষ্ঠুর হতে পারে? আসুন আমরা এই ধরনের দায়িত্বজ্ঞানহীনতার অবসান করে, প্রাণীদের ভালোবাসি।’
আরও পড়ুন: বাবা-দাদা বড় অভিনেতা, তবু কাজ পেতেন না ববি! ‘একটা কাজ দিন…’, মুখ খুললেন ধর্মেন্দ্র-পুত্র
প্রধানমন্ত্রী সেই পোস্টে বন্যপ্রানীদের উপর হাওয়া অত্যাচারের ভয়ঙ্কর নজির দেখে নিজের এক্স হ্যান্ডেলে সেই পোস্টটি শেয়ার করে নেন খোদ বলিউড বাদশা শাহরুখ। অভিনেতা ক্যাপশনে লেখেন, ‘প্রাণীরা ভালোবাসা পাওয়ার যোগ্য। ওদের সুরক্ষা এবং যত্নের প্রয়োজন। তাছাড়াও আমাদের বেঁচে থাকা ও পরিবেশের জন্যেও ওরা প্রয়োজনীয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বনতারায় উপস্থিত হওয়া এর গুরুত্বকে আরও জোরদার করে তোলে। একজন ব্যক্তির হৃদয়ের পবিত্রতা সরাসরি প্রাণীদের প্রতি ভালোবাসার সমানুপাতিক। এই সব প্রাণীদের জন্য অভয়ারণ্য হয়ে উঠেছে বনতারা। আর এর থেকেই প্রমাণিত অনন্ত তাঁর কথা রেখেছে। চালিয়ে যাও বাবা!’