কিং খান শাহরুখের রসবোধ সত্যিই তারিফ করার মতো। যেখানে যখনই যান, অনুষ্ঠান কীভাবে মাতিয়ে রাখতে হয়, তা তিনি বেশ ভালোই জানেন। সম্প্রতি দুবাইয়ের এক অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে ভক্তদের মন্ত্রমুগ্ধ করলেন বাদশা। অনুষ্ঠানে অনুরাগীদের সঙ্গে শাহরুখের কথোপকথনের নানান মুহূর্ত উঠে এসেছে সোশ্যাল মিডিয়ায়। যার মধ্যে কিছু মুহূর্ত ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
শাহরুখের ফ্য়ানপেজে উঠে আসা একটা ভিডিয়ো ক্লিপে দেখা যাচ্ছ, এক অনুরাগী শাহরুখের উদ্দেশ্যে চিৎকার করে বলছেন, ‘আমি তোমাকে ভালবাসি।’ কিংও তখন ঠাণ্ডা মাথায় উত্তর দেন, 'আমিও তোমাকে ভালোবাসি, সংলাপ তো বোলনে দে, অউর কিতনা পেয়ার করেগা'। বলেই হেসে ফেলেন। উত্তরে ওই অনুরাগী বলেন, ‘সারা জীবন ভালোবাসব।’
আরও এক অনুরাগী শাহরুখের উদ্দেশ্যে চিৎকার করে বলেন, ‘শাহরুখ I Love You’। উত্তরে বাদশা বলেন, ‘আমি জানি, আমিও তোমাকে ভালোবাসি। তবে এটা শেষ হলে তবেই আমরা বিয়ে করতে পারব।’ ওই ভক্ত পাল্টা বলেন, 'আমি তোমাকে ছুঁতে চাই। আর তখন বলিউড কিং বলেন, 'আরে অ্যায়সে থোড়েনা বোলতে হ্যায় পাবলিকলি? I want to touch you, touch you'। মেরেকো ভি শরম আতি হ্যায়। অ্যায়সে থোড়ি না হ্য়ায় পাবলিকলি বোলেগা ইয়েসব... আভি হুঁ ম্যায় ইয়াহি পে হুঁ ম্যায়, জা নেহি রাহা হুঁ' (আর জনসমক্ষে এসব কেউ বলে। যে আমি ছুঁতে চাই ছুঁতে চাই। আমারও লজ্জা লাগে। প্রকাশ্যে কেউ কি এভাবে বলে নাকি!... আমি এখন এখানেই আছি, কোথাও যাচ্ছি না)। আমি এখানে আরও কিছুক্ষণ আছি। আপনাদের সবার সঙ্গে আরও কিছুটা সময় কাটাব'।
আরও একজন অনুরাগী শাহরুখকে জানান, তাঁর প্রেমিকা আজ তাঁকে ছেড়ে চলে গিয়েছেন' উত্তরে কিং বলেন, ‘আপনার প্রেমিকা ছেড়ে চলে গেছে! কিন্তু আপনাকে দেখে তো মনে হচ্ছে, আপনি বেশ খুশি! (হেসে বলেন)’ উত্তরে ওই অনুরাগী বলেন, কিং খানকে দেখতে পাওয়ার জন্য তিনি আজ এত খুশি। এরপর আবারও সেই প্রেমিকার সঙ্গে দেখা হলে তিনি তাঁকে কী বলবেন, সেকথাও তাঁকে ফিল্মি স্টাইলে জানিয়ে দেন শাহরুখ।
শাহরুখ এদিন দুবাইবাসীর উদ্দেশ্যে বলেন, 'দুবাই ও দুবাইয়ের মানুষের মতো, আমি জানি না এটা ভাল নাকি বা খারাপ! তবে আমার তো মনে হয় এটা ভালো যে আমি রাতে ঘুমাই না। আর এই সেই শহরও ঘুমোয় না। আমরা সবাই কাজ করছি। আর আমি যেটা সব সময় করছি, সেটা হল বিনোদন দিচ্ছি এবং দুর্দান্ত সময় কাটাচ্ছি। এটাই আমার এবং দুবাইয়ের মধ্যে মিল। আমরা রাতে ঘুমাই না'। এদিন শাহরুখকে অনুরাগীদের সামনে তাঁর সিগনেচার পোজও দিতে দেখা যায়।
প্রসঙ্গত শাহরুখ বেশ কিছুদিন ধরেই দুবাইতেই রয়েছেন। সম্প্রতি দুবাইয়ের গ্লোবাল ভিলেজের এক অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছেন তিনি। সেখানেই তিনি দর্শকদের সঙ্গে এই আলাপচারিতায় অংশ নেন। 'জওয়ান', 'দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে', 'ডন', 'জব তক হ্যায় জান'-এর মতো সিনেমার ডায়ালগ শোনান।
'ছম্মাক চলো', 'ঝুমে জো পাঠান', 'ছাইয়া ছাইয়া'র মতো গানের তালে নাচতেও দেখা যায় তাঁরে। আবার কখনও 'জওয়ান' ছবির হিট গান 'চালেয়া'-ও গেয়ে শোনান। এদিকে খুব শীঘ্রই সিদ্ধার্থ আনন্দ পরিচালিত 'কিং' ছবিতে দেখা যাবে শাহরুখকে। শোনা যাচ্ছে ছবিতে তাঁর সঙ্গে রয়েছেন মেয়ে সুহানা খান এবং অভিনেতা অভিষেক বচ্চন।