মুম্বইয়ের ভিরারে ছবির শ্যুটিং চলাকালীন ভয়ঙ্কর দুর্ঘটনা। গুরুতর জখম অভিনেত্রী অর্চনা পুরান সিং। তাঁর কবজির হাড় ভেঙে দু'টুকরো হয়ে গিয়েছে। এমনকী অস্ত্রোপচারও করতে হয়েছে তাঁর।
জানা যাচ্ছে, অতি সম্প্রতি খুব ভোরে (৫টায়) মুম্বইয়ের ভিরারে শ্যুটিং চলাকালীন মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। তাঁকে তাৎক্ষণিকভাবে ভিলে পার্লের নানাবতী ম্যাক্স সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়, যেখানে তার কবজির অস্ত্রোপচারও হয়।
অভিনেত্রী, সঞ্চালিকা সর্বশেষ ভ্লগে, ঘটনাটির বিস্তারিতভাবে বর্ণনা দিয়েছেন। এই ঘটনায় তাঁর পরিবারের কী প্রতিক্রিয়া সেটিও প্রকাশ করেছেন তিনি। জানা যাচ্ছে, অর্চনার বড়ছেলে আয়ুষ্মান বিষয়টি তার ভাই (অর্চনার ছোট ছেলে) আর্যমানকে জানালে তিনি ভেঙে পড়েন। এদিকে কান্না থামার পর আর্যমান জানতে পারেন যে তাঁর মায়ের মুখেও আঘাত লেগেছে। অর্চনার স্বামী পরমিত শেঠি জানান, এই ফ্র্যাকচারের কারণে চিকিৎসকরা তাঁর কব্জির চারপাশে একটি তার ঢুকিয়ে দিয়েছেন।
তিনি এখন কেমন আছেন? সেকথা অর্চনা ইনস্টাগ্রামে নিজেই জানিয়েছেন। হাসপাতাল থেকে একটি ভিডিও পোস্ট করে দেখিয়েছেন ঠিক কতটা আঘাত লেগেছে। এতটা চোট পাওয়ার পরও বিষয়টি ইতিবাচক দৃষ্টিভঙ্গিতেই বজায় রেখেছেন অর্চনা। তাঁর কথায় ‘জো হোতা হ্যায় আচ্ছে কে লিয়ে হোতা হ্যায়… আমি এটাই বিশ্বাস করি। তাই সবসময় ইতিবাচক থাকি’।
ভিডিয়োতে অর্চনা দেখিয়েছেন, পড়ে যাওয়ার ফলে তাঁর ঠোঁটের চারপাশ কীভাবে ফুলে গিয়েছে। তবে, এরপরও অদম্য দৃঢ়তার সঙ্গে অভিনেত্রী জানিয়েছেন তিনি শীঘ্রই শুটিং শুরু করবেন। তিনি বলেন, ‘মাঝপথে শ্যুটিং ছেড়ে চলে আসার জন্য আমি রাজকুমার রাওকে ফোন করে ক্ষমাও চেয়েছি’। আমি রাতেই শ্যুটিংয়ে ফিরব নাহলে শ্যুটিংয়ের এবং প্রযোজকদের বড় ক্ষতি হবে।
এদিকে অর্চনা শ্যুটিংয়ে ফিরতে চাইলেও বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তাঁর স্বামী পরমিত শেঠি। অর্চনা জানান তিনি নিজের ভাঙা হাত ঢাকতে ফুল-হাতা পোশাক পরবেন। তবে ছবির প্রযোজক সংস্থাটি তাঁ শ্যুটিংয়ের সময়সূচি কমিয়ে দেওয়ার আশ্বাস দিয়েছেন। জানিয়েছেন অর্চনা প্রতিদিন মাত্র তিন ঘন্টা শুটিং করলেই চলবে।