ছেলের ওয়েব সিরিজের প্রচারে কোমর বেঁধে নেমে পড়েছেন শাহরুখ খান, আর এই কাজে তাঁর সঙ্গ দিলেন পুরোনো বন্ধু রানি মুখোপাধ্যায়। আর শাহরুখ-রানি ভক্তরা সেই সুবাদে রাহুল-টিনার মিষ্টি স্মৃতি ফিরে পেল।
'দ্য ব্যাডস অফ বলিউড'-এর হাত ধরে পরিচালক হিসাবে আত্মপ্রকাশ করছেন শাহরুখ-গৌরী পুত্র আরিয়ান। নেটফ্লিক্সের এই ওয়েব সিরিজের প্রেক্ষাপট বলিউড। এই সিরিজের প্রচারে শাহরুখ-রানির পুনর্মিলন দেখার সুযোগ হবে, এমনটা স্বপ্নেও ভাবেনি জুটির ভক্তরা।
রানি মুখোপাধ্যায়ের সঙ্গে রোমান্সের কিছু মুহূর্ত সোমবার শাহরুখ ইনস্টাগ্রামে ভাগ করে নিয়েছেন। ভিডিয়োয় কিং খান ও রানিকে নাচতে দেখা যাচ্ছে ‘তু পেহলি তু আখরি’ গানে, যে গানটি আরিয়ানের সিরিজের অংশ। গানের দৃশ্যায়নের ঝলকও ধরা পড়েছে শাহরুখ-রানির ভিডিয়োর মাঝখানে, গানটি মূলত চিত্রিত হয়েছে লক্ষ্য এবং সাহের বামবার উপর।
শাহরুখের শেয়ার করা ভিডিয়োয় দু'জনকেই ক্যাজুয়াল লুকে দেখা গেল। ম্যাচিং ডেনিমের সঙ্গে নীল সোয়েটারে সুদর্শন শাহরুখ, অন্যদিকে ধূসর ডেনিমের সঙ্গে সাদা ক্রপড শার্টে রানি। ভিডিওটি শেয়ার করে সুপারস্টার লিখেছেন, ‘জাতীয় পুরস্কার....হাম দোনো কি আধুরি খোয়াইশ পুরি হো গয়ি। ইয়ে... অভিনন্দন রানি, তুমি সত্যিই রানি, তোমাকে সব সময় ভালোবাসি।’ প্রসঙ্গত, রানি ও শাহরুখ দুজনেই এ বছর তাঁদের প্রথম জাতীয় পুরস্কার পেয়েছেন সর্বশ্রেষ্ঠ অভিনেত্রী ও অভিনেতা ক্যাটেগরিতে। 'মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে' ছবিতে অভিনয়ের জন্য রানি সেরা অভিনেত্রী এবং শাহরুখ জওয়ান ছবির জন্য সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন।
বলিউডের জনপ্রিয় জুটি রানি ও শাহরুখ। 'কুছ কুছ হোতা হ্যায়'-এ তাঁরা প্রথম একসঙ্গে কাজ করেছিলেন, এরপর 'চলতে চলতে', কভি অলবিদা না কহনা, 'পহেলি' এবং 'বীর জারা'-র মতো হিট ছবি উপহার দিয়েছেন তাঁরা, যদিও বীর জারা-য় শাহরুখের নায়িকার চরিত্রে ছিলেন প্রীতি জিন্টা।
এদিন শাহরুখ-রানির নাচ দেখে জিয়া নস্টাল ভক্তদের। রাহুল এবং টিনা হিসাবে তাদের আইকনিক জুটির কথা মনে পড়ছে সকলের। একজন মন্তব্য করেছেন,'রাহুল এবং টিনা একটি সমান্তরাল ইউনিভার্সে'। আরেকজন লিখেছেন, এই পুনর্মিলন নিশ্চয়ই আশা করিনি। তৃতীয়টিতে লেখা ছিল, আক্ষরিক অর্থেই তাঁরা বলিউডের রাজা-রানি।
‘তু পেহলি তু আখরি’ গানে সুর করেছেন শাশ্বত সচদেব, এটি গেয়েছেন অরিজিৎ সিং এবং লিখেছেন কুমার। আরিয়ান খানের লেখা ও পরিচালিত এই সিরিজ প্রযোজনা করছে শাহরুখ-গৌরীর রেড চিলিজ এন্টারটেইনমেন্ট।
লক্ষ্য ও সাহের ছাড়াও এই সিরিজে রয়েছেন রাঘব জুয়াল, ববি দেওল, মনোজ পাহওয়া, মোনা সিং, আনিয়া সিং, মনীশ চৌধুরী এবং গৌতমী কাপুর। ১৮ সেপ্টেম্বর নেটফ্লিক্সে এই শোয়ের প্রিমিয়ার হবে।