শাহরুখ পার্টিতে ইন্ডাস্ট্রির বেশকিছু পরিচিত লোকজনের সঙ্গে কথা বলছিলেন। তখনই রাজবীর দেওল এসে শাহরুখের পায়ে হাত দিয়ে প্রণাম করেন। শাহরুখ তখন দু'হাতে রাজবীরের গাল ধরে শিশুর মতো করেই আদর করেন। সানি পুত্রের প্রতি কিং খানের এমন আদুরে আচরণ দেখে প্রশংসায় পঞ্চমুখ নেটপাড়া।
শাহরুখ-সানি
পুরনো দ্বন্দ্ব, দূরত্ব ভুলে কাছাকাছি এসেছেন শাহরুখ-সানি। গদর-২র সাকসেস পার্টিতে আমন্ত্রিতও ছিলেন তিন খান (শাহরুখ, সলমন, আমির)। সেখানেই বলিউড 'বাদশা'র পা ছুঁয়ে আশীর্বাদ নেন সানি পুত্র রাজবীর দেওল। আর সেই ভিডিয়ো সোশ্যাল মি়ডিয়ায় উঠে আসতেই তা ভাইরাল হয়েছে।
ভিডিয়োতে দেখা যাচ্ছে, শাহরুখ পার্টিতে ইন্ডাস্ট্রির বেশকিছু পরিচিত লোকজনের সঙ্গে কথা বলছিলেন। তখনই রাজবীর দেওল এসে শাহরুখের পায়ে হাত দিয়ে প্রণাম করেন। শাহরুখ তখন দু'হাতে রাজবীরের গাল ধরে শিশুর মতো করেই আদর করেন। সানি পুত্রের প্রতি কিং খানের এমন আদুরে আচরণ দেখে প্রশংসায় পঞ্চমুখ নেটপাড়া।
এই ভিডিয়ো দেখে নেটপাড়ার একজন লিখেছেন, ‘উনি ভীষণই বড় হৃদয়ের মানুষ।’ কারোর মন্তব্য, ‘শাহরুখের মতো ভদ্র মানুষ খুবই কম আছেন।’ কারোর কথায়, ‘ওঁর মধ্যে ভদ্রতা, দয়া, নম্রতা সবই রয়েছে, আর তার সঙ্গে এই সুন্দর হাসি তাঁকে এমন বিস্ময়কর মানুষ করে তোলে’।