মঙ্গলবার রাজস্থানের উদয়পুরে ঘটে হাড়হিম করা ঘটনা। দরজির মুণ্ডচ্ছেদের ঘটনায় তোলপাড়, যা দেখে স্থম্ভিত গোটা দেশ। এই ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছে একাধিক বলিউড তারকা। এই নির্মম হত্যাকাণ্ডে ক্ষোভ প্রকাশ করেছেন বলিউডের প্রবীণ অভিনেত্রী শাবানা আজমি। উদয়পুর হত্যাকাণ্ডের তীব্র নিন্দা করেছেন তিনি।
উদয়পুর কাণ্ডে উত্তাল সোশ্যাল মিডিয়াও। এই নৃশংস ঘটনায় কড়া নিন্দা করে টুইট করেছেন শাবানা আজমি। দোষীদের আইনের আওতায় এনে কড়া শাস্তির দাবি করেছেন। অভিনেত্রী টুইটে লিখেছেন, সমাজে এই ধরনের সহিংসতার কোনও জায়গা নেই। এ ভাবেই দরজি কানহাইয়া লাল হত্যাকাণ্ডে দোষীদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন শাবানা।
ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন উরফি জাভেদ, দেবলীনা ভট্টাচার্যের মতো একাধিক তারকারা। উদয়পুর হত্যাকাণ্ড নিয়ে শাবানা আজমির এই প্রতিক্রিয়ার পর নেটিজেন তাঁর পোস্টে বিভিন্ন মতামত প্রকাশ করেছে। এক নেটিজেনের মন্তব্য, ‘শাবানা আজমি আপনার সঙ্গে একমত। এই অভিযুক্তদের কঠোরতম শাস্তি দেওয়া উচিত।’ অপর এক নেটিজেনের মন্তব্য, ‘আপনি বলেননি কে এই হত্যাকাণ্ডের জন্য দায়ী, তার নাম কী। স্পষ্ট করে বলুন।’
আরও পড়ুন: ‘আল্লাহ তোমাকে তার নামে ঘৃণা ও হত্যা করতে বলেননি’, উদয়পুর কাণ্ডে মুখ খুললেন উরফি