
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
সারাদিন ভ্লগিং আর শ্যুটিংয়ের কাজেই ব্যস্ত সায়ক চক্রবর্তী। কাজের ফাঁকে সময় পেলেই মাকে নিয়ে বেরিয়ে পড়েন ঘুরতে। পরিবার, বন্ধু-বান্ধব আর কাজ এই নিয়ে দিব্যি চলছিল অভিনেতার জীবন। কিন্তু এবার সমাজমাধ্যমের পাতায় এক অভিনেত্রীর সঙ্গে ছবি দিয়ে লিখলেন ‘মেয়েটিকে কিন্তু আমার পছন্দ হয়েছে, মা কেও জানিয়ে দিয়েছি।’ তবে কি অবশেষে প্রেমে পড়লেন অভিনেতা? ব্যাপার কী?
মঙ্গলবার অভিনেতার এই পোস্ট প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে চর্চা। তিনি অভিনেত্রী অনুরাধা মুখোপাধ্যায়ের সঙ্গে একটি ছবি পোস্ট করেন। সেখানে লাল পাঞ্জাবিতে ধরা দেন নায়ক, অন্যদিকে অনুরাধার পরনে ছিল চাওড়া সোনালি পাড় দেওয়া ঘিয়ে রঙের শাড়ি ও লাল ব্লাউজ। ছবিতে দু'জনকেই হাসি মুখে দেখা যায়।
আরও পড়ুন: 'রক্তবীজ ২'-এর সেটে রক্তারক্তি কাণ্ড মিমির! স্টান্ট করতে গিয়ে যা হাল হয় নায়িকার
ছবিটি পোস্ট করে সায়ক লেখেন, ‘এই ছাপোসা সাধারণ মেয়েটিকে কিন্তু আমার পছন্দ হয়েছে, মাকেও জানিয়ে দিয়েছি (মুখে চাপা দিয়ে হাসির ইমোজি)।' তাঁর ক্যাপশনের এই অংশটুকু দেখে অনেকেই মনে করতে পারেন অভিনেতা বুঝি সত্যি প্রেমে পড়েছেন। কেউ কেউ তা মনেও করেছেন।
তবে ক্যাপশনে তারপরই অবশ্য সায়ক লেখেন, ‘আচ্ছা এরকম কারুর সঙ্গে হয়েছে যে দাদার বিয়েতে গিয়ে দাদার শালিকে ভালো লেগেছে? কিন্তু দেখছেন তো ‘তুই আমার হিরো'? প্রতিদিন দেখুন জি বাংলায় ঠিক সন্ধ্যা ৬টায়।'
আরও পড়ুন: সোনু নিগমের নাম করে ভুয়ো বার্তা দেওয়া হচ্ছে স্যোশাল মিডিয়ায়! ‘রিপোর্ট করুন…’, রেগে লাল গায়ক
আসলে ‘তুই আমার হিরো'-এ এখন হিরো ‘শাক্যজিত’-এর বিয়ের দেখানো হচ্ছে। সে ধারাবাহিকের নায়িকা 'আরশি'র সঙ্গে বিয়ে করতে চলেছে। আর এই 'আরশি'-এর দিদির চরিত্রেই দেখা যাচ্ছে অনুরাধাকে। মেগাতে সায়ককেও একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাচ্ছে, এখানে 'শাক্যজিত' তা দাদা। ধারাবাহিকে সায়ক অভিনীত চরিত্রের 'আরশি'-এর দিদিকে পছন্দ হয়েছে। আর সেই কথাই খানিক রহস্য করে লিখেছেন সায়ক।
তাঁর এই পোস্ট দেখে অনুরাগীরা নানা মন্তব্য ভরে দিয়েছেন একজন লেখেন, ‘প্রথমে অন্য কিছু ভেবে ফেলেছিলাম।’ আবার মেগার শুরুতে ‘আরশি’র দিদির সঙ্গে পর্দার ‘পাপাইদা’র একটা প্রেমের অ্যাঙ্গেল দেখানো হচ্ছিল, সেই প্রসঙ্গ টেনে অনেকে লেখেন, ‘পাপাইদার তাহলে কী হবে?’
প্রসঙ্গত, হিন্দুস্থান টাইমস বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে অভিনেতা বাস্তব জীবনে প্রেম করেন কিনা জানতে চাওয়া হলে, সায়কের বলেছিলেন, ‘আমার জীবনে এই মুহূর্তে কোনও প্রেম নেই। আর আমি এখন এটা নিয়ে ভাবতেও চাই না। আমার মূল লক্ষ্য এখন কাজ। আর কাজটা করে, মা-বাবাকে ভালো রাখা।’
6.88% Weekly Cashback on 2025 IPL Sports