
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
সারেগামাপায় স্বপ্নপূরণ করতে আসছেন ক্যালকাটা ব্লাইন্ড স্কুলের ছাত্রী অহনা। তিনি সোশ্যাল মিডিয়ায় বেশ জনপ্রিয়। তাঁর একাধিক গানের ভিডিয়ো ভাইরাল হয়েছে। তাঁর গানের সুরে মুগ্ধ হয়েছেন নেটিজেনরা। এবার পালা সারেগামাপার বিচারকদের। এদিন তাই পুজোর ঠিক আগেই তিনি এই মঞ্চে পারফর্ম করবেন আরাত্রিকার সঙ্গে। প্রকাশ্যে এল প্রোমো।
আরও পড়ুন: পুজোর আগেই কলকাতায় পরপর খুন, টোটা - অনির্বাণের সঙ্গে তদন্তে হাত মেলালেন বলিউডের শান্তনুও!
এদিন সারেগামাপার যে প্রোমো প্রকাশ্যে এসেছে সেখানে দেখা যাচ্ছে অহনা এবারের অন্যতম স্টার পারফর্মার আরাত্রিকার সঙ্গে একই মঞ্চে গাইছেন। তাঁদের এদিন একসঙ্গে 'হামে শক্তি দে না দাতা' গানটি গাইতে দেখা যায়। এরপরই অহনা তাঁর স্বপ্নের কথা জানিয়ে বলেন, 'কখনই ভাবতেই পারিনি আমি এমন একটা বড় জায়গায় গান গাওয়ার সুযোগ পাব।'
আরও পড়ুন: মহালয়ায় আসছে মমতার লেখা - সুরে তৈরি অ্যালবাম অঞ্জলি! রয়েছে রাঘব - বাবুল সহ কোন গায়কদের গান?
গান শেষ হতেই সহ পারফর্মারকে জড়িয়ে ধরেন আরাত্রিকা। তাঁদের গান শুনে মন্ত্রমুগ্ধ হয়ে উঠে দাঁড়ান শান্তনু মৈত্র এবং অন্তরা মিত্র। অন্তরার চোখে জল দেখা যায় এদিন। গানের তারিফ করে ওঠেন জাভেদ আলি, কৌশিকী চক্রবর্তীও।
এবারের সারেগামাপাতে কোনও মেন্টর নেই। আছেন ৮ জন বিচারক। এবারের সারেগামাপার এই ৮ বিচারক হলেন শান্তনু মৈত্র, অন্তরা মিত্র, ইমন চক্রবর্তী, রাঘব চট্টোপাধ্যায়, ইন্দ্রদীপ দাশগুপ্ত, কৌশিকী চক্রবর্তী, জোজো মুখোপাধ্যায়, জাভেদ আলি। এঁরা ৮ জন মিলে বানিয়েছেন মোট ৪টি দল। কিন্তু ভাবছেন কোন বিচারকরা জুটি বেঁধেছেন? তাহলে জানাই জাভেদ এবং জোজো থাকবেন একটি দলে, শান্তনু এবং অন্তরা থাকবেন আরেক দলে। ইমন রাঘব হলেন আরেক জুটি। আর চতুর্থ দল বানিয়েছেন ইন্দ্রদীপ এবং কৌশিকী। মোট ৩১ জন প্রতিযোগীকে নিয়ে শুরু হয়েছিল এই শো। আবির চট্টোপাধ্যায় রয়েছেন এই শোয়ের সঞ্চালক হিসেবে, যদিও এখন অনেকেই বাদ হয়ে গিয়েছেন।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports