Sara Ali Khan: উত্তরের পর এবার মধ্যপ্রদেশ, উজ্জয়িনীর মহাকালেশ্বর মন্দিরে শিবের মাথায় জল ঢাললেন সারা
1 মিনিটে পড়ুন Updated: 31 May 2023, 01:54 PM ISTউজ্জয়িনী মহাকালেশ্বর মন্দিরে পুজো দেওয়ার সময় সারা পরেছিলেন সাধারণ ছিমছাম গোলাপি রঙের সালোয়ার কামিজ। ANI-তে উঠে আসা ভিডিয়োতে মন্দিরের মূল প্রবেশ দ্বারের সামনেই দাঁড়িয়ে থাকতে দেখা যায় সারাকে। তাঁর কপালে ছিল পুজোর টিকা, পরে ঘট হাতে মন্দিরের প্রবেশ করেন অভিনেত্রী। ভিতরে ঢুকে শিবের মাথায় জল ঢালেন সারা।
মহাকালেশ্বর মন্দিরে সারা আলি খান