সম্প্রতি আমির আলীর সঙ্গে তাঁর বিবাহবিচ্ছেদ হয়েছে। ব্যক্তিগত জীবনে এত ঝড়ঝাপটা সামলানোর পরও সানজিদা শেখ নিজের কাজ করে চলেছেন। একা হাতে সামলাচ্ছেন তাঁর মেয়েকে। আরও ভালো ভাবে বলতে গেলে, মেয়ের জন্যই তিনি এই বিষয়টি থেকে বেরিয়ে আসতে পেড়েছেন। এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে তিনি জানিয়েছেন, মেয়েই তাঁর মনোবলের উৎস।
সানজিদা শেখ
সানজিদা শেখ বর্তমানে সঞ্জয় লীলা বানসালীর সিরিজ 'হীরামান্ডি: দ্য ডায়মন্ড বাজার'-এ অভিনয়ের জন্য সংবাদের শিরোনামে রয়েছেন। এই সিরিজে তাঁকে 'ওয়াহিদা'র চরিত্রে দেখা গিয়েছে। তাঁর অনবদ্য অভিনয় মন ছুঁয়ে গিয়েছে দর্শকদের। সে জন্য অনেক প্রশংসাও কুড়িয়েছেন। তবে কেবল 'হীরামান্ডি' নয়, আরও একটি কারণে বর্তমানে চর্চায় নায়িকা। সম্প্রতি আমির আলীর সঙ্গে তাঁর বিবাহবিচ্ছেদ হয়েছে। কিন্তু ব্যক্তিগত জীবনে এত ঝড়ঝাপটা সামলানোর পরও অভিনেত্রী নিজের কাজ করে চলেছেন। একা হাতে সামলাচ্ছেন তাঁর মেয়েকে। আরও ভালো ভাবে বলতে গেলে, মেয়ের জন্যই তিনি এই বিষয়টি থেকে বেরিয়ে আসতে পেড়েছেন। এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে তিনি জানিয়েছেন, মেয়েই তাঁর মনোবলের উৎস।
হাউটারফ্লাইকে দেওয়া একটি সাক্ষাৎকারে সানজিদা তাঁর কঠিন সময়ের কথা জানিয়েছেন। পাশাপাশি নায়িকা জানান, যে তিনি কীভাবে এই কঠিন সময় কাটিয়ে উঠেছেন। এই প্রসঙ্গে অভিনেত্রী বলেন, "আমার সঙ্গে যা ঘটেছে, তা নিয়ে আমার এখন আর কোনও আক্ষেপ নেই। যে কঠিন সময় মধ্যে দিয়ে আমি গিয়েছি তা ভয়ঙ্কর। তবে সেই খারাপ সময়টা যে আমি কাটিয়ে উঠতে পেরেছি, এর জন্য আমি নিজেকে খুব ভাগ্যবান মনে করি। তখন আমার শুধু মনে হতো আমি সবচেয়ে খারাপ ভাবে জীবনযাপন করছি, আমার মতো কষ্টে আর কেউ নেই। বার বার একটাই প্রশ্ন আমার মনে উঁকি দিয়েছে, আমার সঙ্গেই কেন এইসব ঘটনা ঘটছে? কিন্তু এই সমস্ত কিছু কাটিয়ে উঠতে পেরে এখন আমি সত্যি খুব খুশি। আমার নিজের মধ্যে এক নতুন আমিকে খুঁজে পেয়েছি আমি।"
সানজিদা জানিয়েছেন তিনি আবার নতুন করে তাঁর মধ্যে আত্মবিশ্বাস ফিরে পেয়েছেন। শুধু তাই নয়, এখন তিনি সব কিছুতেই খুব পজিটিভ অনুভব করেন। পাশাপাশি তিনি জানান, যেসব মানুষ সব সময় নিরুৎসাহ করেন, তাঁরা কখনওই প্রকৃত সঙ্গী হতে পারেন না, তাই সঙ্গী নির্বাচনের সময় অবশ্যই সেদিকে গুরুত্ব দেওয়া উচিত। তিনি বলেন, "এমন কিছু পুরুষ আছেন, যারা সব সময় আপনাকে নিরুৎসাহ করার চেষ্টা করবে। সব সময় বলেন যে আপনার দ্বারা কিছুই হবে না, আপনি কিছু করতে পারবেন না। অথবা বলবে আপনি এটা করতে পারবেন না। এই ধরনের লোকদের থেকে দূরে থাকাই ভাল।"
একজন সিঙ্গেল মাদার হিসেবে তাঁর ভূমিকা সম্পর্কে বলতে গিয়ে সানজিদা বলেন, "একজন সিঙ্গেল মাদার হিসেবে আমার অনেক দায়িত্ব রয়েছে। একজন মা হিসেবে আমি যত দূর পারি তত দূর যাব। ওর মুখ দেখেই আমি নিজের মনে সাহস জুগিয়েছি।"