গত ২০ ডিসেম্বর ৪০ তম জন্মদিন পালন করেছেন অভিনেত্রী সনজিদা শেখ। পাঁচ বছর বয়সী মেয়ে আয়রা আলিকে নিয়ে বেশ ভালই রয়েছেন তিনি। তবে দীর্ঘ ৮ বছরের সম্পর্ক ভেঙে যাওয়া থেকে শুরু করে একা মেয়ে মানুষ করা, সবকিছুই তিনি সামলেছে নিজের হাতে। এবার প্রাক্তন স্বামী প্রসঙ্গে কিছু কথা বললেন অভিনেত্রী।
সংবাদ মাধ্যমকে সাক্ষাৎকার দিতে গিয়ে অভিনেত্রী বলেন, আমি ভীষণ ঘরকুনো মানুষ। কাজ ছাড়া কখনওই বাইরে বের হই না। তবে এখন মেয়ের জন্য বাইরে বের হই মাঝে মাঝেই। প্রতিনিয়ত আমি আমার মেয়ের থেকে কিছু না কিছু শিখছি।
আরও পড়ুন: স্ত্রী সায়রা বানুর সঙ্গে ভেঙেছে সংসার, এবার জীবনের কোন গোপন সত্য ফাঁস করলেন গায়ক?
আরও পড়ুন: বিকিনিতে টলি সুন্দরী, শরীরী ভাষায় তুললেন পুরুষ হৃদয়ে ঝড়, বাংলা সিরিয়াল ছেড়ে এখন বলিউডে, বলুন তো কে
মেয়ের সঙ্গে সময় কাটানো নিয়ে তিনি বলেন, আমি এত বছর কাজ নিয়েই ব্যস্ত থাকতাম। কিন্তু আমি এখন বুঝেছি পরিবারের সঙ্গে সময় কাটানো কতটা গুরুত্বপূর্ণ। কাজের ফাঁকে তাই সময় পেলেই এখন মেয়েকে নিয়ে ছুটি কাটাতে বেরিয়ে যাই। শুটিং এবং অন্যান্য কাজ সবকিছু ভুলে তখন শুধু মেয়েকে নিয়েই সময় কাটাই। তখন আমার পুরো সময়টা শুধু ওর থাকে।
প্রাক্তন স্বামী প্রসঙ্গে কথা বলতে গিয়ে অভিনেত্রী বলেন, যে সমস্ত মানুষ আপনাকে সব সময় নিরুৎসাহ করার চেষ্টা করে তাদের থেকে দূরে থাকার চেষ্টা করুন। এমন অনেক পুরুষ আছে যারা আপনাকে ডিমটিভেট করার চেষ্টা করবেন, তাদের থেকে দূরে থাকাই ভালো। আমি এখন শুধু নিজেকেই ভালোবাসি এবং নিজেকেই অগ্রাধিকার দিতে চাই। কাজ এবং পরিবার নিয়ে তাই এখন ভীষণ ভালো আছি।
সম্পর্ক ভেঙে যাওয়া প্রসঙ্গে তিনি বলেন, আমার কাছে এটা পুরনো গল্প। এটা শেষ হয়ে যাওয়াই ভালো। আমি আমার বিচ্ছেদ নিয়ে আলোচনা করতে চাই না। আমি কখনওই কাউকে নিচু করিনি, করব না। একসময় ওর সঙ্গে আমি আমার জীবনের সমস্ত কিছু ভাগ করে নিয়েছিলাম, এখন ও আমার সঙ্গে নেই কিন্তু তা বলে ওর সম্পর্কে কোনও খারাপ কথা আমি বলব না।
আরও পড়ুন: ৪৮-এও ফিট টোটা! সাদা ভাত খেয়েই সিক্স প্যাক, আর কী থাকে অভিনেতার রোজের ডায়েটে
আরও পড়ুন: খাদান ব্লকবাস্টার হতেই প্রসেনজিৎকে শ্রদ্ধা দেবের! কেন?
প্রসঙ্গত, ২০১২ সালে বিবাহ সূত্রে আবদ্ধ হয়েছিলেন সনজিদা এবং আমির। বিয়ের আট বছর পর হঠাৎ করেই ২০২০ সালে বিবাহ বিচ্ছেদের পথে হাটেন তাঁরা। বর্তমানে ব্যক্তিগত কারণ ছাড়াও ‘হীরামান্ডি’ সিনেমায় অসাধারণ অভিনয় করে মানুষের মন জয় করে খবরের শিরোনাম ছিনিয়ে নিয়েছেন তিনি।