বিগত বেশ কয়েকদিন ধরে ইন্ডাস্ট্রিতে একের পর এক মৃত্যুর খবর শোনা যাচ্ছে। সাহিত্য জগৎ থেকে শিল্প জগত, সর্বত্রই যেন শোকের ছায়া গ্রাস করেছে সকলকে। ৬৬ বছর বয়সে না ফেরার দেশে চলে গেলেন জনপ্রিয় অভিনেতা তথা পরিচালক নীলাদ্রি লাহিড়ী।
টেলিভিশন জগতের অত্যন্ত পরিচিত অভিনেতা ছিলেন তিনি। অভিনয়ের পাশাপাশি পরিচালনার ক্ষেত্রেও নিজেকে প্রমাণ করেছেন বারবার। ‘মিঠাই’, ‘কোন গোপনে মন ভেসেছে’, ‘জগদ্ধাত্রী’ সহ একাধিক জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি।
আরও পড়ুন: বিপ্লবী অনন্ত সিংয়ের ভূমিকায় জিৎ, কবে থেকে শুরু বায়োপিকের কাজ?
আরও পড়ুন: ‘ধুমকেতু’-র মিউজিক লঞ্চ অনুষ্ঠানে চেয়ার সাজাতে ব্যস্ত দেব, মুগ্ধ নেটপাড়া
মুখ্য চরিত্র তেমনভাবে অভিনয় না করলেও তিনি সবসময় গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতেন। বলা ভালো, চরিত্রগুলি যেন আপনা আপনি একটি আলাদা গুরুত্বপূর্ণ জায়গায় পৌঁছে যেত তাঁর অভিনয়ের ছোঁয়ায়। খুব স্বাভাবিকভাবেই তাই অভিনেতার এমন অকাল মৃত্যুতে শোকোস্তব্ধ গোটা টেলিভিশন জগত।
জানা গিয়েছে, বেশ কিছুদিন ধরে হৃদরোগের সমস্যায় ভুগছিলেন তিনি। গত ১০ জুলাই সমাজমাধ্যমের পাতায় এই খবরটি তুলে ধরেছিলেন মেয়ে সম্পূর্ণা লাহিড়ী। হাসপাতালে ভর্তিও করানো হয়েছিল অভিনেতাকে।
আরও পড়ুন: মুক্তির এখনও একমাসও অতিক্রান্ত হয়নি, তার মধ্যেই বড় সিদ্ধান্ত ‘ম্যাডাম সেনগুপ্ত’ নির্মাতাদের
আরও পড়ুন: চলে গেলেন কবি রাহুল পুরকায়স্থ, সাহিত্য জগতে অপুরণীয় ক্ষতি
হৃদরোগে আক্রান্ত হওয়ার পর হার্টের অপারেশন করানো হয়েছিল চিকিৎসকদের পরামর্শ মতো। বুকে বসানো হয়েছিল স্টেইন। কিন্তু এত কিছুর পরেও শেষ রক্ষা হল না। না ফেরার দেশে চলে গেলেন অভিনেতা। অভিনেতার মৃত্যুতে খুব স্বাভাবিকভাবেই ভেঙে পড়েছেন মেয়ে সম্পূর্ণা লাহিড়ী সহ গোটা পরিবার।