অভিনেত্রী সামান্থা রুথ প্রভু শুভমের সঙ্গে মিলে এবার প্রযোজকের ভূমিকায় পা রাখছেন। তাঁদের প্রযোজিত ছবিটি আগামী মাসে ৯ মে মুক্তি পেতে চলেছে। এদিকে ছবি মুক্তির আগে, ২০ এপ্রিল শনিবার অভিনেতা তিরুপতি বালাজি মন্দিরে আশীর্বাদ নিতে গিয়েছিলেন। সামান্থার ছিলেন পরিচালক রাজ নিদিমোরু। যা তাঁদের ডেটিং-এর গুঞ্জনকে আরও উস্কে দিয়েছে।
তিরুপতিতে সামান্থা
সামান্থা রুথ প্রভু শনিবার তিরুপতিতে যাওয়ার সময় হালকা গোলাপী রঙের সালোয়ার কামিজ বেছে নিয়েছিলেন। তাঁর চুল ছিল খোলা। মন্দির প্রাঙ্গণের বাইরে তোলা পাপারাৎজির ভিডিওতে, অভিনেত্রীকে সেখানে উপস্থিত অন্যান্য ভক্তদের মধ্যে মন্দিরের চ্যানেলটি পায়ে হেঁটে অতিক্রম করতে দেখা গেছে।
এদিন সামান্থা এবং রাজ দুজনেই একসঙ্গে মূল মন্দিরের দিকে হেঁটে পৌঁছোন। সেখানে অন্যান্য নিরাপত্তারক্ষীরাও উপস্থিত ছিলেন। আরেকটি ভিডিওতে সেখানে উপস্থিত একজন পুরোহিতের সাহায্যে তাঁকে পুজো দিতে দেখা গিয়েছে। রাজ এবং ডিকে-র স্পাই অ্যাকশন-থ্রিলার সিরিজ ‘সিটাডেল: হানি বানি’-এর সহ-পরিচালক ছিলেন রাজ নিদিমোরু, যেখানে সামান্থা মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন। সিটাডেলের দ্বিতীয় সিজন কয়েকদিন আগেই মুক্তি পেয়েছে। সামান্থার সঙ্গে ডেটিং-এর গুঞ্জন শোনা গেলেও পরিচালক রাজ নিদিমোরু বর্তমানে শ্যামলী দে-র সঙ্গে বিবাহিত।
অন্যদিকে ২০১৭ সালের ৬ অক্টোবর ঐতিহ্যবাহী হিন্দু রীতি অনুসারে গোয়ায় এবং তারপরে ৭ অক্টোবর ২০১৭ সালে ক্রিশ্চান রীতিনীতি অনুসারে নাগা চৈতন্যকে বিয়ে করেছিলেন সামান্থা রুথ প্রভু। ২০২১ সালের অক্টোবরে অফিসিয়ালি বিচ্ছেদের ঘোষণা করেছিলেন। পরের বছরই তাদের বিবাহবিচ্ছেদ চূড়ান্ত হয়। ইতিমধ্যেই অভিনেত্রী শোভিতা ধুলিপালার সঙ্গে দ্বিতীয় বিয়ে সেরে ফেলেছেন নাগা।
আরও পড়ুন-বক্স অফিসে অক্ষয় ঝড় কি শুরু? ২ দিনে কেশরী ২র লক্ষ্মীলাভ কত? কী হাল জাট ও সিকন্দরের?