'পাঠান'-এর সঙ্গে দেখা গিয়েছিল 'টাইগার' সলমনকে। আর শাহরুখ-সলমনকে একসঙ্গে দেখে মন ভরে ছিল দর্শকদের। সেকথা মাথায় রেখেই 'জওয়ান' ছবির সঙ্গে যুক্ত হতে পারে সলমনের 'টাইগার'-এর টিজার। 'টাইগার' ছবির প্রমোশনাল প্ল্যান অন্তত সেটাই বলছে।
‘টাইগার’-‘জওয়ান’
'পাঠান'-এর পর এবার 'জওয়ান' হয়ে ফিরছেন শাহরুখ খান। এর আগে 'পাঠান'-এর হাত ধরে বক্স অফিসে ১১শ কোটির ব্যবসা দিয়েছেন কিং খান। তাই 'জওয়ান' ঘিরেও উত্তেজনা তুঙ্গে। এর ব্যবসা নিরিখে ‘জওয়ান’-'পাঠান'কেও ছাপিয়ে যাবে, এমনই আশা নির্মাতাদের। এদিকে শাহরুখের দুটি ছবি ছাড়াও এই বছর যশরাজ ফিল্মসের তরুফের ত্রাস হতে চলেছে সলমন খানের আরও একটি ছবি।
হ্যাঁ, ঠিকই ধরেছেন, সলমনের 'টাইগার'-এর কথাই বলছিলাম। শোনা যাচ্ছে 'জওয়ান' আর ‘টাইগার’ নাকি এবারও একসঙ্গেই আসতে পারেন। ঠিক যেমন 'পাঠান'-এর সঙ্গে দেখা গিয়েছিল 'টাইগার' সলমনকে। আর শাহরুখ-সলমনকে একসঙ্গে দেখে মন ভরে ছিল দর্শকদের। সেকথা মাথায় রেখেই 'জওয়ান' ছবির সঙ্গে যুক্ত হতে পারে সলমনের 'টাইগার'-এর টিজার। 'টাইগার' ছবির প্রমোশনাল প্ল্যান অন্তত সেটাই বলছে। প্রসঙ্গত 'জওয়ান' মুক্তি পাচ্ছে আগামী ৭ সেপ্টেম্বর।