1 মিনিটে পড়ুন Updated: 21 Nov 2023, 11:06 PM ISTSubhasmita Kanji
Salman Khan-IFFI 2023: গোয়ায় শুরু হয়ে গিয়েছে ভারতের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এই চলচ্চিত্র উৎসবে এদিন হাজির হয়েছিলেন সলমন খান। সেখানেই তাঁকে তাঁর এক সাংবাদিক বন্ধুর সঙ্গে মশকরা করতে দেখা গেল।
আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এসেই সাংবাদিকের সঙ্গে মশকরা সলমনের
কিছুদিন আগেই মুক্তি পেয়েছে সলমন খান অভিনীত টাইগার ৩। বর্তমানে বক্স অফিসে রমরমিয়ে ব্যবসা করছে এই ছবি। সেই ছবির সাফল্যের মাঝেই এদিন ভাইজানকে দেখা গেল ভারতের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। তিনি ফারে ছবির কলাকুশলীদের সঙ্গেই এসেছিলেন এই চলচ্চিত্র উৎসবে। সেখানেই সলমনকে খোশমেজাজে দেখা গেল।
আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সলমন
সলমন খান এদিন একটি সবুজ শার্ট এবং বেইজ প্যান্ট পরে এসেছিলেন। সঙ্গে ছিল নজরকাড়া একটি বেল্ট। তাঁর এই সাজে অভিনেতা সকলের নজর কেড়ে নেন। আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এসেই তিনি পাপারাৎজিদের সঙ্গে খুনসুটি করেন। করেন মজাও। কিন্তু তার মাঝেই তাঁকে মজা করতে দেখা যায় তাঁর এক বন্ধুর সঙ্গে।
ভারতের এই ৫৪ তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এসে একজন সিনিয়র সাংবাদিক তথা বন্ধুর সঙ্গে খুনসুটি করতে ব্যস্ত হয়ে যান সলমন খান। তাঁদের এই মজার ভিডিয়ো বর্তমানে ভাইরাল হয়ে গিয়েছে। ভাইজান তাঁকে মজা করে যেমন চুমু খান তেমনই কথা বলেন।