ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশলের বিয়ে নিয়ে চর্চা থামছে না কিছুতেই। প্রতিদিনই এই সিক্রেট ওয়েডিং নিয়ে নিত্যনতুন জল্পনা উঠে আসছে। তবে বিয়ের খবর নিয়ে মুখে কুলুপ তারকা জুটির। খবর, ডিসেম্বরের ৭-৯ তারিখ রাজস্থানে বসছে ক্যাট-ভিকির ডেস্টিনেশন ওয়েডিং-এর আসর। ৭০০ বছরের পুরোনো দুর্গে রাজকীয় বিয়ে সারবেন তাঁরা। কিন্তু ক্যাটরিনার চর্চিত প্রাক্তন প্রেমিক তথা মেন্টর সলমন খানের বোন জানালেন এই বিয়েতে আমন্ত্রিত নন তাঁরা! কেরিয়ারের শুরু থেকেই সলমনের নায়িকা হিসাবে দেখা মিলেছে ক্যাটরিনাকে। বক্স অফিসে তাঁদের শেষ ছবি ছিল ‘ভারত’। ইতিমধ্যেই ‘টাইগার’ সিরিজের নতুন ছবির শ্যুটিংও সেরেছেন দুজনে। সলমনের সঙ্গে প্রেম সম্পর্ক ভাঙার পর রণবীর কাপুরের সঙ্গে সম্পর্কে জড়িয়ে ছিলেন ক্যাটরিনা, তেমনটাই শোনা যায়। তবে সেই সম্পর্কও বেশিদিন টেকেনি। অবশেষে ভিকির সঙ্গে থিতু হতে চলেছেন ব্রিটিশ সুন্দরী। প্রেম সম্পর্ক না টিকলেও সলমন খানের সঙ্গে দুর্দান্ত সম্পর্ক ক্যাটরিনার, এমনকি সলমনের পুরো পরিবার স্নেহ করে তাঁকে। কিন্তু বৃহস্পতিবার অর্পিত খান শর্মার বক্তব্য ঘিরে চাঞ্চল্য।সলমনের ছোট বোন ইন্ডিয়া টুডে-কে জানিয়েছেন, ‘আমরা বিয়ের জন্য কোনও আমন্ত্রণ পাইনি’। খান পরিবারের এক সূত্র সংবাদমাধ্যমটিকে জানিয়েছে, ‘খান পরিবারকে কোনও আমন্ত্রণ পাঠানো হয়নি। আলভিলা বা অর্পিতা (সলমন দুই বোন) কেউই ক্যাটরিনার তরফে কোনও আমন্ত্রণ পাননি। ওঁরা বিয়েতে থাকবে বলে যে খবর ঘোরাফেরা করছে, তা নিতান্তই ভুয়ো’। সেই সূত্র আরও জানান, ‘সলমন বরাবরই ক্যাটরিনা সম্পর্কে একটু বেশি প্রোটেক্টিভ, ক্যাটরিনাকে খুব স্নেহ করেন সলমন। অভিনেত্রীর আগাম জীবনের জন্য অবশ্যই সলমনের শুভেচ্ছা রয়েছে। বিয়ের পরই ফের টাইগার থ্রি-র শ্যুটিং শুরু করবেন ক্যাটরিনা। দুজনেই খুব পেশাদার অভিনেতা, তাই সেই নিয়ে কোনও অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হবে না’। আগামী ৭ থেকে ৯ ডিসেম্বর রাজস্থানের সোয়াই মাধোপুর জেলার বারওয়ারা সিক্স সেন্সেস ফোর্টে জুটির বিয়ের অনুষ্ঠান। বিয়ের তারিখ ৯ ডিসেম্বর। তার আগে থাকবে সংগীত, মেহেন্দি, হলদির মতো প্রাক-বিয়ের অনুষ্ঠান গুলি। বিয়েতে হাজির থাকবার কথা, রোহিত শেট্টি, করণ জোহর, বরুণ ধাওয়ান, নাতাশা দালালদের।