আবারও মাঝ আকাশে বিভ্রাট। বড়সড় দুর্ঘটনা এড়িয়েছে কেরলের তিরুঅনন্তপুরম থেকে দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার বিমান। রেডারে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ায় চেন্নাই বিমানবন্দরে জরুরি অবতরণ করে এয়ার ইন্ডিয়ার বিমানটি। আর সেই বিমানে ছিলেন কেরলের ৪ সাংসদ, কংগ্রেসের সাধারণ সম্পাদক কে সি বেণুগোপাল, ইউডিএফ-এর আহ্বায়ক আদুর প্রকাশ, কে সুরেশ, সিপিএম সাংসদ কে রাধাকৃষ্ণণ এবং তামিলনাড়ুর কংগ্রেস সাংসদ রবার্ট ব্রুস।আর এই ঘটনায় চাঞ্চল্যকর তথ্য জানিয়েছে এয়ার ইন্ডিয়া।
বিমানের সেই ভয়াবহ অভিজ্ঞতার কথা জানিয়েছেন খোদ কংগ্রেস সম্পাদক কেসি বেণুগোপাল। তিনি এক্স হ্যান্ডেলে জানান, এআই২৪৫৫ নম্বর ফ্লাইটে তাঁর যাত্রা ছিল 'ভয়ঙ্কর'। এবং প্রত্যেক যাত্রী ভয়ংকর দুর্ঘটনার মুখ থেকে ফিরে এসেছেন। কংগ্রেস নেতা লেখেন, ' তিরুঅনন্তপুরম থেকে দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার ফ্লাইট এআই২৪৫৫ বিমানটি সময়ের বেশ কিছুক্ষণ পরই ছেড়েছিল। বিমানে বেশ কয়েকজন সাংসদ এবং কয়েক শো যাত্রী ছিলেন। উড়ানের কিছুক্ষণ পরই বিমানে প্রবল ঝাঁকুনি হয়। প্রায় ঘণ্টাখানেক পর পাইলট সিগন্যালে ত্রুটির কথা ঘোষণা করেন।' তিনি আরও লেখেন, 'ঘোষণা পর বিমানটি চেন্নাইয়ে অবতরণের সিদ্ধান্ত নেওয়া হয়। ইর্মাজেন্সি ল্যান্ডিংয়ের আগে প্রায় দুঘণ্টা ধরে বিমানটি এয়ারপোর্টের আশেপাশে ঘুরতে থাকে। প্রথমবার ল্যান্ডিংয়ের সময় জানা যায়, সেই সময় রানওয়েতে আরেকটি বিমানটি ছিল।' যার ফলে প্রত্যেক যাত্রী তীব্র আতঙ্কের মধ্যে পড়ে যায়।কংগ্রেস নেতা এই ঘটনার তদন্তের দাবি জানিয়ে ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন এবং বেসামরিক বিমান পরিবহন মন্ত্রককে ট্যাগ করে বলেন, দায়িত্ব নির্ধারণ করে এমন ঘটনা যেন আর না ঘটে, তা নিশ্চিত করতে হবে।
এয়ার ইন্ডিয়ার বিবৃতি
যদিও সোশাল মিডিয়ায় পোস্টের মাধ্যমে বেণুগোপালের করা দাবিগুলি খারিজ করে দিয়েছে এয়ার ইন্ডিয়া। বিমান সংস্থাটি বলেছে, 'আমরা স্পষ্ট করে বলতে চাই যে যান্ত্রিক ত্রুটি এবং খারাপ আবহাওয়ার কারণে সতর্কতামূলকভাবে পাইলট চেন্নাইতে বিমানটি ঘুরিয়ে দিয়েছিলেন।' এয়ার ইন্ডিয়ার দাবি, 'তাৎক্ষণিক অবতরণের জন্য বিমানটির ওজন বেশি হওয়ায় পাইলটকে ওজন কমাতে চেন্নাইয়ের আকাশে ঘুরতে হয় এবং কোনও জরুরি অবস্থা ঘোষণা করা হয়নি। প্রথম অবতরণের সময়, আরেকটি বিমান টেক অফের সময় রানওয়েতে সন্দেহজনক বিদেশি বস্তুর ধ্বংসাবশেষ (এফওডি) থাকার খবর দেওয়ায় এটিসি (এয়ার ট্রাফিক কন্ট্রোল) একটি সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছিল ৷ রানওয়েতে অন্য কোনও বিমানের উপস্থিতির কারণে নয় ৷এরপরেই বিমানটি নিরাপদে অবতরণ করে। আমাদের পাইলটরা এই ধরনের পরিস্থিতি মোকাবিলা করার জন্য সুপ্রশিক্ষিত এবং এই ক্ষেত্রে তাঁরা পুরো ফ্লাইট জুড়ে স্ট্যান্ডার্ড পদ্ধতি অনুসরণ করেছেন।'
বিমান সংস্থাটির সংযোজন, 'আমরা বুঝতে পারি যে এই ধরনের অভিজ্ঞতা যাত্রীদের অস্থির করে তুলতে পারে এবং বিমান ঘুরিয়ে দেওয়ার ফলে আপনার যে অসুবিধা হয়েছে তার জন্য আমরা দুঃখিত। তবে নিরাপত্তা সর্বদা আমাদের অগ্রাধিকার।' এয়ার ইন্ডিয়া জানিয়েছে, বিমানটি চেন্নাইতে নিরাপদে অবতরণ করেছে। যেখানে বিমানটি প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার মধ্য দিয়ে যাবে। যাত্রীদের যত দ্রুত সম্ভব তাদের গন্তব্যে পৌঁছে দেওয়ার জন্য বিকল্প ব্যবস্থা করা হয়। যাত্রীদের এই অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে বিমান সংস্থা। তবে যাত্রীদের সংখ্যা সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।