ব্রিটেন, ফ্রান্স ও কানাডার পথ অনুসরণ করে এবার প্যালেস্টাইনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়া।প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজ জানিয়েছেন, আগামী সেপ্টেম্বরে রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে এই ঘোষণা করা হবে। তাঁর কথায়, এটি অস্ট্রেলিয়ার সার্বভৌম সিদ্ধান্ত।
সোমবার মন্ত্রিসভার বৈঠকের পর প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজ জানান, ‘মধ্যপ্রাচ্যে সহিংসতার চক্র ভাঙতে এবং গাজায় সংঘাত, দুর্ভোগ এবং দুর্ভিক্ষের অবসান ঘটাতে দ্বি-রাষ্ট্রীয় সমাধান মানবতার সেরা প্রত্যাশা। ’ তিনি আরও বলেন, রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদে এবং প্যালেস্টাইন কর্তৃপক্ষের কাছ থেকে প্রতিশ্রুতি পাওয়ার পর এই পদক্ষেপ করা হবে। তাঁর কথায়, 'প্যালেস্টাইন কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের কাছ থেকে প্রতিশ্রুতি পাওয়ার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে ভবিষ্যতে কোনও রাষ্ট্রে হামাস কোনও ভূমিকা পালন করবে না।' অস্ট্রেলিয়া সরকার জানিয়েছে, প্যালেস্টাইনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতির সঙ্গে কিছু শর্ত থাকবে। এরমধ্যে রয়েছে ইজরাইলের নিরাপত্তা নিশ্চিত করা, হামাসকে গাজার নিয়ন্ত্রণ ত্যাগ করা এবং প্যালেস্টাইন কর্তৃপক্ষের সংস্কার।
অ্যান্টনি আলবানিজ জানান, গত দুই সপ্তাহে ব্রিটেন, ফ্রান্স, নিউজিল্যান্ড ও জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনার এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী বলেন, ‘এ মুহূর্তে একটি সুযোগ এসেছে, এবং অস্ট্রেলিয়া আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে মিলে সেটিকে কাজে লাগাবে।’ অন্যদিকে, গাজায় যুদ্ধ বন্ধে ক্রমবর্ধমান চাপে পড়ে ইজরায়েল বলেছে, প্যালেস্টাইন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়া মানে ‘সন্ত্রাসবাদকে পুরস্কৃত করা।' সাংবাদিক সম্মেলনে ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু প্যালেস্টাইনকে রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার জন্য দেশগুলোর সমালোচনা করেন। তিনি বলেন, ‘ইউরোপীয় দেশগুলো এবং অস্ট্রেলিয়া যদি সেই গহ্বরের মধ্যে প্রবেশ করে, এটি হতাশাজনক। আমার মনে হয় এটি আসলে লজ্জাজনক।’ তিনি আরও বলেন, ‘তারা জানে, যদি মেলবোর্ন বা সিডনির একেবারে পাশে এই ধরনের ভয়াবহ হামলা হতো, তাহলে কী করত। আমার মনে হয়, অন্তত আমরা যা করছি, আপনারাও তাই করতেন।’
প্যালেস্টাইনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি
গত বছর স্পেন, আয়ারল্যান্ড ও নরওয়ে আনুষ্ঠানিকভাবে প্যালেস্টাইনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে, এই আশা নিয়ে যে এটি হামাস ও ইজরায়েলের মধ্যে যুদ্ধবিরতিকে ত্বরান্বিত করবে। এই তালিকায় নাম লিখিয়েছে ব্রিটেন, ফ্রান্স এবং কানাডাও।বর্তমানে রাষ্ট্রসংঘের ১৯৩টি সদস্য রাষ্ট্রের মধ্যে ১৪৭টি দেশ প্যালেস্টাইনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিয়েছে। রাষ্ট্রসংঘে প্যালেস্টাইনের মর্যাদা ‘স্থায়ী পর্যবেক্ষক রাষ্ট্র’ হিসেবে, যা আলোচনায় অংশগ্রহণের সুযোগ দেয় তবে ভোটাধিকার দেয় না।
২০২৩ সালের ৭ অক্টোবর ইজরাইলি ভূখণ্ডে ঢুকে অতর্কিত হামলা চালায় হামাস। ১ হাজার ২০০ জনকে হত্যার পাশাপাশি ২৫১ জনকে পণবন্দি হিসেবে ধরে নিয়ে যায় তারা।এরপরেই হামাসকে পাল্টা জবাব দিতে এবং পণবন্দিদের মুক্ত করতে ওই দিন থেকেই গাজায় অভিযান শুরু করে ইজরাইলি বাহিনী। ১৫ মাসেরও বেশি সময় ধরে টানা অভিযান চালানোর পর মার্কিন যুক্তরাষ্ট্র ও মধ্যস্থতাকারী অন্যান্য দেশগুলোর চাপে বাধ্য হয়ে গত ১৯ জানুয়ারি গাজায় যুদ্ধবিরতি কার্যকর হয়। কিন্তু যুদ্ধবিরতির দু’মাস শেষ হওয়ার আগেই গত ১৮ মার্চ থেকে ফের গাজায় অভিযান শুরু করে আইডিএফ। প্রায় দু বছর ধরে চলা ইজরাইলি হামলায় ৬১ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন এবং আহত হয়েছেন দেড় লাখেরও বেশি।