এই মুহূর্তে লাদাখে আসন্ন ছবি ব্যাটেল অফ গালওয়ান সিনেমার শ্যুটিং নিয়ে ভীষণ ব্যস্ত সলমন খান। অপূর্ব লাখিয়া পরিচালিত এই ছবির জন্য নিজেকে একেবারে অন্যরকম ভাবে প্রস্তুত করেছেন ভাইজান। বিগত বেশ কয়েকটি ছবির হতাশাজনক পরিণতির পর আপাতত এই সিনেমা নিয়ে বুক বেঁধেছেন তিনি।
তবে শুধু শ্যুটিং করেই নিজেকে ব্যস্ত রাখেনি তিনি। কাজের ফাঁকেই দেখা করেছেন লাদাখের লেফটেন্যান্ট গভর্নর কোবিন্দর গুপ্তার সঙ্গে। সৌজন্যমূলক সাক্ষাৎ সারেন তিনি। শনিবার লাদাখের লেফটেন্যান্ট গভর্নরের সঙ্গে ভাইজানের কুশল বিনিময়ের একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
আরও পড়ুন: ফের ধারাবাহিকে ফিরতে চলেছেন শোলাঙ্কি, বিপরীতে থাকবেন কে?
আরও পড়ুন: ‘শতরূপে উত্তম’! উত্তম কুমারের ৩০টি অনবদ্য ছবি দেখতে পাবেন একসঙ্গে, কোথায়? রইল হদিশ
ছবিতে দেখা যাচ্ছে, লাদাখের লেফটেন্যান্ট গভর্নরের তরফ থেকে ভাইজানকে নেওয়া হচ্ছে একটি থানকা চিত্র, যেখানে গৌতম বুদ্ধের জীবনকে একটি চিত্রের মাধ্যমে তুলে ধরা হয়েছে। এছাড়াও ভাইজানের গলায় উত্তরীয় পরিয়ে তাঁকে সম্মানিত করেন কবিন্দর গুপ্তা।
তবে শুধুমাত্র সাক্ষাৎ নয়, বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে গভর্নরের সঙ্গে কথাও বলেন সলমন। প্রসঙ্গত, ভারত চীন যুদ্ধের প্রেক্ষাপটে বানানো এই ছবি নিয়ে ভীষণ উত্তেজিত দর্শকরা। ২০২০ সালের জুন মাসে চীন সীমান্তের গালওয়ান এলাকায় যে অশান্তির সৃষ্টি হয়েছিল, সেটাই দেখানো হবে এই ছবির মাধ্যমে।
সলমন খানকে দেখা যাবে কর্নেল বি সন্তোষবাবু চরিত্রে। এই যুদ্ধে ভারতীয় সেনাবাহিনীকে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। এক কথায় বলা চলে, কর্নেলের জীবনী এবং ভারত চীনের মধ্যে চলা যুদ্ধের বিবরণ ফুটে উঠবে এই সিনেমার মাধ্যমে।
আরও পড়ুন: বন্ধু ঋতুর জন্মদিনে আবেগপ্রবণ প্রসেনজিৎ, পরিচালকের স্মরণে কী বললেন রাম কমল?
আরও পড়ুন: 'খুব হিংসে হয়েছিল...', কোন সিনেমায় অভিনয় না করার আক্ষেপ রয়েছে দেবের?
জানা গিয়েছে, এই ছবির জন্য দীর্ঘদিন ধরে নিজেকে তৈরি করছেন ভাইজান। শারীরিক দিক থেকে কড়া ডায়েট অনুসরণ করেছেন তিনি। বিন্দুমাত্র মাত্র গাফিলতি যাতে না হয় সেই দিকে কড়া নজর তাঁর। ছবিতে ভাইজান ছাড়া অভিনয় করবেন চিত্রাঙ্গদা সিং। অভিনয় করতে দেখা যাবে আরও বিশেষ অভিনেতা অভিনেত্রীদের।
উল্লেখ্য, চলতি বছর সিকন্দর ছবি যখন বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে, তখন ভীষণ হতাশাগ্রস্ত হয়ে যান ভাইজান। বিপরীতে রশ্মিকা মন্দানার অভিনেত্রী থাকা সত্ত্বেও ছবিটি ভীষণভাবে ব্যর্থ হয়। তাই এবার কোনও ঝুঁকি নিতে নারাজ সলমন।