সলমন খানের ‘বিগ বস’ শোটি খুব জনপ্রিয় একটি শো। কিছুদিনের মধ্যেই শোটির নতুন সিজন আসছে। বিগ বস ১৯ নিয়ে ভক্তরা খুব উত্তেজিত কারণ এক সময় গুঞ্জন শোনা গিয়েছিল যে এই শোটি আর হয়তো আসবে না। কিন্তু শোটির নতুন সিজন আসার খবর প্রকাশ্যে আসার সঙ্গে সঙ্গেই ভক্তরা খুশি হয়ে ওঠেন। প্রতি বছরের মতো, সলমন খান শোটি হোস্ট করতে চলেছেন। এরই মধ্যে, সলমনের পারিশ্রমিক সম্পর্কে একটি আপডেট এসেছে।
আরও পড়ুন: 'মুখ বা শরীরের কোনও…', মোহিত তাঁর ‘সাইয়ারা’র নায়িকার এ কী শর্ত রেখেছিলেন?
আরও পড়ুন: নীল জলে বিকিন লুকে উষ্ণতা ছড়ালেন মিমি! 'রক্তবীজ ২'-এ বড় চমক নায়িকার
কত ফি নেবেন ভাইজান?
স্ক্রিনের একটি রিপোর্ট অনুযায়ী, সলমন ১৫ সপ্তাহের জন্য ১২০ থেকে ১৫০ কোটি টাকা নেবেন। ওই রিপোর্ট অনুযায়ী, এই বছরের সিজনের বাজেট আগের তুলনায় কম। ‘বিগ বস ওটিটি ২’-এর জন্য সলমন ৯৬ কোটি টাকা নিয়েছেন। সেখানে ১৮ এবং ১৭ সিজনের জন্য সলমন ২৫০ কোটি এবং ২০০ কোটি টাকা নিয়েছিলেন।
আরও পড়ুন: কাঁদতে কাঁদতে সুকান্তকে বিদায় জানালেন অনন্যা! নায়িকাকে রেখে কোথায় গেলেন তিনি?
সলমন মাত্র কয়েক মাসের জন্য শ্যুটিং করবেন
শোনা গিয়েছে, এই অনুষ্ঠানটি ৫ মাস ধরে চলবে। সলমন ৩ মাস ধরে অনুষ্ঠানটিতে নাকি সঞ্চালনা করবেন এবং তার পরে ফারাহ খান, করণ জোহর এবং অনিল কাপুর অনুষ্ঠানটি সঞ্চালনা করতে পারেন।
আরও পড়ুন: ‘কেরিয়ার ত্যাগ’ বলার মাস ঘুরতে না ঘুরতেই ‘পাল্টি’! ফের কোন ধারাবাহিক দিয়ে অভিনয়ে ফিরছেন মধুবনী?
আরও পড়ুন: স্নেহাশিসের ২য় বিয়ের প্রথম বিবাহবার্ষিকী উদযাপন! উপস্থিত সৌরভ-ডোনাও
যদিও অনুষ্ঠানের প্রতিযোগীদের ফাইনাল তালিকা এখনও প্রকাশ করা হয়নি। তবে তার মধ্যেও যে সব নাম হাওয়ায় ভাসছে এখনও পর্যন্ত সেগুলি হল গৌতমী কাপুর, গৌরব তানেজা, মিঃ ফয়জু, ধনশ্রী ভার্মা, ধীরাজ ধোপার, আলিশা পানওয়ার, খুশি দুবে, অপূর্বা মুখিজা, পুরভঝা, গৌরব খান্না এবং মিকওভার খান।
এবার শোতে অনেক টুইস্ট এবং টার্ন আসতে চলেছে বলেও শোনা গিয়েছে। বলা হচ্ছে যে এই বছর একটি সিক্রেট রুমও থাকবে। মনোনয়ন প্রক্রিয়াতেও অনেক টুইস্ট আসবে। এই বছর, প্রতিযোগীরা নয়, দর্শকরা প্রতিযোগীদের মনোনীত করবেন।