অভিষেক চট্টোপাধ্যায়ের মেয়ে সাইনা চট্টোপাধ্যায় বাবার দেখানো পথে হেঁটেই টলিউডে পা রেখেছেন। বর্তমানে তাঁকে দেখা যাচ্ছে অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে। সম্প্রতি তাঁর জন্মদিন গিয়েছে। আর সেদিন তিনি যে পোশাক পরেছিলেন সেটা এবং তাঁর নাচ নিয়ে বিস্তর কটাক্ষের মুখে পড়েন সাইনা। এদিন সেটারই জবাব দিলেন।
আরও পড়ুন: 'পালিয়ে বিয়ে করিনি, আমরা...', 'ভুল' খবরে আখেরে লাভ হয়েছিল সৌরভ-ডোনার! কেন এমন বললেন মহারাজ ঘরণী?
আরও পড়ুন: কার্ল মার্ক্স-লেনিনের মতো কৃষ্ণকে দেখতে চান নচিকেতা! বললেন, 'আমি বামপন্থী ছিলাম, আজও আছি...'
কী ঘটেছে?
এদিন সাইনা একটি ভিডিয়ো পোস্ট করেন সমস্ত কটাক্ষের জবাব দিয়ে। যাঁরা তাঁর ছোট পোশাক নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করেছেন তিনি এদিন তাঁদের উদ্দেশ্যে বলেন, 'আমি সম্প্রতি কিছু কমেন্ট দেখলাম আমার জন্মদিন নিয়ে, আমার জন্মদিনের পোশাক নিয়ে। আমার পোশাক নিয়ে আপনাদের সমস্যা ঠিক কী? আপনারা ভাবলেনই বা কী করে যে আপনাদের অধিকার আছে আমার পোশাক নিয়ে কথা বলার। আমি আমার পোশাক বাছতে পারি, আপনারা কেন বাছবেন সেটা আমার জন্য?' তিনি এদিন আরও বলেন, 'অনেকেই বলেছেন আমি কেন অত ছোট পোশাক পরেছি। আপনারা আমায় সেদিন সামনে থেকে দেখলে বুঝতেন জামাটা অতটাও ছোট নয়। যদিও বা ছোট হতো তাহলে আপনাদের অধিকার নেই সোশ্যাল মিডিয়ায় কাউকে হ্যারাস করার। যদি তাঁরা সেই পোশাক পরে স্বচ্ছন্দ বোধ করেন তাহলে আপনি দয়া করে আপনার মুখ বন্ধ রাখুন। আপনাদের কোনও অধিকারই নেই কথা বলার। কোনও মহিলা কী পোশাক পরেছেন সেটা নিয়ে তাঁকে হ্যারাস করাটা মোটেই মজার বিষয় বা কিউট বা ট্রেন্ডি নয়।'
শুধু পোশাক নয়, এদিন সাইনাকে নাচ নিয়ে যে কটাক্ষ সহ্য করতে হয়েছে সেটার জবাব দিতেও দেখা যায়। তিনি এদিন বলেন, 'অনেককে আবার দেখলাম আমার নাচ নিয়ে কথা বলতে। আমি তো আমার নাচ থামাব না। কিন্তু আমি একটা জিনিস বুঝলাম না আপনি কেন সময় নিয়ে আমার প্রোফাইলে এসে, আমার নাচ নিয়েই কথা বলছেন যাতে আমি সেটা দেখতে পাই। এটা আপনারা করতে পারেন না। এতে আপনাকে ভালো লাগে না। বরং খারাপ লাগে।'
আরও পড়ুন: চুক্তি হওয়ার পর ছবি থেকে সরানো হয় মৌসুমীকে! কার কথায় বরসাত কী এক রাত থেকে বাদ পড়েন?
তিনি এদিন পরিশেষে সকলের উদ্দেশ্যে বলেন, 'হতেই পারে আপনার আমাকে, আমার পোশাক ভালো লাগেনি। নাই লাগতে পারে। কোনও অসুবিধা নেই। কিন্তু তার জন্য খারাপ মন্তব্য না করেও এড়িয়ে যাওয়া যায়। এভাবে স্ক্রল করুন। এভাবে স্ক্রল করতে হয়, এই দেখুন আমি দেখিয়ে দিলাম। খুব সহজ বিষয়।'