মৌসুমী চট্টোপাধ্যায় সম্প্রতি একটি সাক্ষাৎকারে জানিয়েছেন চুক্তি হওয়ার পরও তাঁকে বরসাত কী এক রাত ছবি থেকে বাদ দেওয়া হয়। কারণটাও প্রকাশ্যে এনেছেন তিনি। জানিয়েছেন তখনকার এক নম্বর স্টার চাননি তিনি এই ছবিতে কাজ করুন তাই তাঁকে বাদ দেন পরিচালক।
আরও পড়ুন: কার্ল মার্ক্স-লেনিনের মতো কৃষ্ণকে দেখতে চান নচিকেতা! বললেন, 'আমি বামপন্থী ছিলাম, আজও আছি...'
আরও পড়ুন: 'পালিয়ে বিয়ে করিনি, আমরা...', 'ভুল' খবরে আখেরে লাভ হয়েছিল সৌরভ-ডোনার! কেন এমন বললেন মহারাজ ঘরণী?
কী ঘটেছে?
মৌসুমী চট্টোপাধ্যায়কে ১৯৮১ সালে বরসাত কী এক রাত ছবির জন্য চুক্তি সই করান পরিচালক শক্তি সামন্ত। তাঁর সঙ্গে সেই ছবিতে নেওয়া হয় অমিতাভ বচ্চনকে। কিন্তু অমিতাভ পরিচালককে বাধ্য করেন যাতে মৌসুমীকে এই ছবি থেকে সরিয়ে দেওয়া হয়। রাখি গুলজারকে নেওয়া হয় তাঁর জায়গায়। এই প্রসঙ্গে সম্প্রতি নয়নদীপ রক্ষিতকে দেওয়া একটি সাক্ষাৎকারে মুখ খুলেছেন মৌসুমী চট্টোপাধ্যায়।
এই বিষয়ে মৌসুমী চট্টোপাধ্যায় জানান, 'শক্তি সামন্তর ছবি ছিল বরসাত কী এক রাত। একদিন আমায় শক্তি কাকু হক করেন ইবিজেএনবি জিজ্ঞেস করেন যে আমার সঙ্গে অমিতাভ বচ্চনের কোনও ঝামেলা হয়েছে কিনা। আমি ওঁকে বলি যে কাকু আমি কারও অত ক্লোজ নই যে তাঁদের সঙ্গে ঝামেলা অশান্তি করব। আমার সবার সঙ্গে খুবই সৌহার্দ্যপূর্ণ সম্পূরক। আমি তেমনি ফিডব্যাক পাই। তখন উনি আমায় বলেছিলেন এটাই সমস্যা। অধিকাংশ নায়করা বলেন যে আপনি মৌসুমীকে কেন নিয়েছেন ওর সঙ্গে সম্পর্ক ভালো না। তুমি বোঝো তো সম্পর্ক বলতে কী বোঝাচ্ছে? আমি বলেছিলাম হয়তো এখন বুঝছি। হয়তো বন্ধুত্বের থেকে বেশি কিছু। কিন্তু আমি তো এখানে বন্ধু বানাতে আসিনি। কাজ করতে এসেছি।'
মৌসুমী এরপর জানান যে তাঁকে তখন সরিয়ে দেওয়া হয় ওই ছবি থেকে। বর্ষীয়ান অভিনেত্রীর কথায়, 'আমি ওঁকে সাইনিং অ্যামাউন্ট ফেরত দিতে চেয়েছিলাম। কিন্তু উনি বলেছিলেন না ওটা তুমি রাখো। আমি পরের ছবিতে তোমার সঙ্গে করব। এরপর আমি আনন্দ আশ্রম করি। আমি বুঝি যে উনি তখন হয়তো এক নম্বর স্টারের সঙ্গে নিজের সম্পর্ক খারাপ করতে চাননি।'
এই বিষয়ে জানিয়ে রাখা ভালো, মৌসুমী চট্টোপাধ্যায় অমিতাভ বচ্চনের সঙ্গে ১৯৭০ এর দশকে ৩ টি ছবিতে কাজ করেন। রোটি কাপড়া অর মাকান, বেনাম এবং মঞ্জিল ছবিতে তাঁরা কাজ করেছিলেন। আবার তাঁদের ২০১৫ সালের ছবি পিকুতে একসঙ্গে দেখা গিয়েছিল। যদিও মৌসুমী একটি ছোট চরিত্রে কাজ করেছিলেন। অমিতাভের সঙ্গে কাজ করার প্রসঙ্গে তিনি বলেন, 'উনি ভীষণ ভালো মানুষ। আমি ওঁর সঙ্গে পিকু ছবিতে কাজ করেছি। উনি খুব সময়ানুবর্তিতা মেনে ছিলেন। নতুন প্রজন্মের ওঁর থেকে শেখা উচিত।'
প্রসঙ্গত মৌসুমী চট্টোপাধ্যায়কে বর্তমানে আড়ি ছবিতে দেখা যাচ্ছে। তাঁর সঙ্গে সেখানে যশ দাশগুপ্ত এবং নুসরত জাহান আছেন।