বাংলা নিউজ > বায়োস্কোপ > Saheb on Sunil: 'কষ্টকর, কিন্তু...' জামাইবাবুর অবসরের কথায় আবেগপ্রবণ সাহেব, সুনীলের সিদ্ধান্তকে সমর্থন করলেন?
পরবর্তী খবর
Saheb on Sunil: 'কষ্টকর, কিন্তু...' জামাইবাবুর অবসরের কথায় আবেগপ্রবণ সাহেব, সুনীলের সিদ্ধান্তকে সমর্থন করলেন?
1 মিনিটে পড়ুন Updated: 17 May 2024, 07:52 AM ISTSubhasmita Kanji
Saheb on Sunil: আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর গ্রহণ করলেন সুনীল ছেত্রী। তাঁর সেই ঘোষণা আসার পরই কী জানালেন অভিনেতা সাহেব ভট্টাচার্য?
Ad
জামাইবাবুর অবসরের কথায় আবেগপ্রবণ সাহেব
সম্প্রতি সুনীল ছেত্রী আন্তর্জাতিক ফুটবল থেকে তাঁর অবসর গ্রহণের কথা ঘোষণা করেছেন। আর তারপরই তাঁর অনুরাগীরা তো বটেই, গোটা দেশের ফুটবল প্রেমীদের মন ভারাক্রান্ত। বাদ গেলেন না তাঁর শ্যালক তথা অভিনেতা সাহেব ভট্টাচার্যও। তিনিও আবেগপ্রবণ হয়ে পড়েছেন সুনীল ছেত্রীর অবসর গ্রহণের কথা শুনে।
সাহেব ভট্টাচার্যর বাবা সুব্রত ভট্টাচার্য আগেই জামাই সুনীলের এই অবসর গ্রহণের সিদ্ধান্তকে সম্মতি জানিয়েছেন। এবার সেই প্রসঙ্গে সংবাদ প্রতিদিনকে দেওয়া সাক্ষাৎকারে সাহেব ভট্টাচার্য বলেন, 'উনি আরও দুই তিন বছর খেলতে পারতেন। তবে আমার মনে হয় সঠিক সময়ই অবসরের সিদ্ধান্ত নিয়েছেন। কিন্তু ৯ এনবর জার্সির সেই দুর্দান্ত পারফরমেন্স মাঠে আর দেখা যাবে না এটাই কষ্টের।'
এদিন একই সঙ্গে জানান এতদিন ব্যস্ততার জন্য সুনীল তাঁর ছেলে ধ্রুবকে সেই অর্থে সময় দিতে পারতেন না। কিন্তু এখন হয়তো পারবেন। তবে এদিন তিনি আরও জানান সুনীল ছেত্রীর অবসর গ্রহণের কথা শুনে আরও অনেকেই যেমন আবেগপ্রবণ হয়ে পড়েছেন তেমন একই হাল হয়েছিল তাঁদের বাড়িতেও। সাহেবের কথায়, 'আমার মা বোন সকলেই কেঁদে ফেলেছিলেন। সুনীলের মাও কেঁদে ফেলেন প্রথমে এই কথা শুনে।' তবে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেও ক্লাবের হয়ে 'অধিনায়ক' এখনও ফুটবল খেলবেন।
অন্যদিকে সাহেব ভট্টাচার্য বর্তমানে ব্যস্ত তাঁর ধারাবাহিক কথা নিয়ে। বহু বছর পর তিনি এই ধারাবাহিকের হাত ধরে ছোট পর্দায় ফিরেছেন। আর ফিরেই ম্যাজিক দেখাচ্ছেন। তাঁর এবং সুস্মিতার রসায়নে বুঁদ দর্শকরা। তাই তো এই সপ্তাহের টিআরপি লিস্টে সবার উপরে জ্বলজ্বল করছে সাহেব সুস্মিতার ধারাবাহিক 'কথা'র নাম। এই ধারাবাহিকটি রোজ সন্ধ্যা সাতটা থেকে স্টার জলসার পর্দায় দেখা যায়।